বাংলা কাগজ রিপোর্ট : টরেন্টোতে বসবাসরত ঢাকা কলেজের প্রাক্তন ছাত্ররা আগামী ২৯ ফেব্রুয়ারি শনিবার দ্বিতীয়বারের মতো জাঁকজমকভাবে ‘ঢাকা কলেজ সন্ধ্যা’ উদযাপন করতে যাচ্ছে। টরেন্টোর কেনেডি কনভেনশন সেন্টারে সন্ধ্যা ৬টায় শুরু হবে এ উদযাপন।
কানাডাতে বসবাসরত ঢাকা কলেজের প্রাক্তন ছাত্রদের যে কেউ এ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে। উল্লেখ্য, কলেজের বিভিন্ন বর্ষের প্রাক্তন ছাত্ররা গেলো বছর প্রথমবারের মতো এ ধরণের সফল এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সাংগঠনিকভাবে যাত্রা শুরু করে।
এ বছর অনুষ্ঠানকে আরো আকর্ষণীয় করা হবে বলে জানানো হয়েছে আয়োজকদের পক্ষ থেকে। কলেজের ১৯৬১ ব্যাচের ছাত্র আসাদুল হাকিমের শৈল্পিক কারুকার্যে ফুটিয়ে তোলা বিখ্যাত ব্যক্তিদের অবয়ব এবং অন্যান্য শিল্পকর্মের একক প্রদর্শনী হবে এবারের আয়োজনের অন্যতম আকর্ষণ। টরেন্টোতে এটিই আসাদুল হাকিমের প্রথম একক প্রদর্শনী।
এছাড়া, কলেজের প্রাক্তন ছাত্রদের সংগঠন ডিসিজিসি’র (ঢাকা কলেজ গ্রাজুয়েটস ইন কানাডা) নব-নির্বাচিত কমিটি এদিন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবে। আসাদুল হাকিম সংগঠনের প্রথম নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পারেন বলে সংগঠন সূত্রে জানা গেছে। এর আগে, গত নভেম্বরে মনির ইসলামকে আহ্বায়ক এবং নয় জন যুগ্ম আহ্বায়কের নাম ঘোষণা করে ডিসিজিসি-এর আহ্বায়ক কমিটি গঠিত হয়।
অনুষ্ঠানকে সামনে রেখে গত ১৮ ফেব্রুয়ারি ৩২৫০ ড্যানফোর্থ এভিনিউ-এ সংগঠনের সদস্যরা এক প্রস্তুতি সভায় বসেন। ঢাকা কলেজ সন্ধ্যায় উপস্থিত হতে আগ্রহীদেরকে দ্রুত নাম নিবন্ধন করার অনুরোধ জানানো হয়েছে। এজন্য চাঁদা নির্ধারণ করা হয়েছে জন প্রতি ৩০ ডলার, দু’জনের পরিবারের জন্য ৬০ ডলার এবং তিন বা ততোধিক সদস্যের পরিবার প্রতি ৭৫ ডলার।
অনুষ্ঠানে পরিবারসহ উপস্থিত প্রাক্তন ছাত্রদের একত্রিত হওয়ার সময়টুকু উপভোগ্য করে তুলতে বিভিন্ন ধরণের সুস্বাদু খাবার ছাড়াও স্মৃতিচারণমূলক বক্তব্য, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশু-কিশোরদের জন্য যাদু প্রদর্শনী এবং র্যাফেল ড্র’র ব্যবস্থা করা হয়েছে।
উল্লেখ্য, ঢাকা কলেজ বাংলাদেশের অন্যতম পুরনো একটি শিক্ষা প্রতিষ্ঠান। ১৮৪১ সালে প্রতিষ্ঠিত হওয়া এ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। অন্যান্যের মধ্যে মর্টগেজ এজেন্ট মোঃ আব্দুর রহিম, মর্টগেজ এজেন্ট আনিসুর রহমান, ব্যারিস্টার সাকিব আলম, মর্টগেজ এজেন্ট আসিফ চৌধুরী, দন্ত চিকিত্সক মোঃ হাফিজ উদ্দিন, রিয়েল্টর মোহাম্মদ দোজা এ উদযাপন অনুষ্ঠান আয়োজনে আর্থিকভাবে পৃষ্ঠপোষকতা করছেন।
অনুষ্ঠান উপলক্ষ্যে বিস্তারিত জানতে ৬৪৭-৭৭৮-০১২৩; ৬৪৭-৮৬২-২২৩২; ৪১৬-৫০৫-৩০৪৯; ৪১৬-৮৭১-৬১৮১; ৪১৬-৮৮৭-৪৩২৫; ৬৪৭-৫২১-৪৮২১; ৬৪৭-৪৫৮-৭৭৯২; ৪১৬-২৬৮-৪৬৮৭; ৬৪৭-৬০৬-৯৯০০; ৬৪৭-২৩৬-৫০৯৫; ৪১৬-৮৫৮-৭০২৯ ফোন নম্বরসমূহে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।