Home আন্তর্জাতিক ডেনমার্কে মসজিদের সামনে পোড়ানো হলো পবিত্র কুরআন

ডেনমার্কে মসজিদের সামনে পোড়ানো হলো পবিত্র কুরআন

অনলাইন ডেস্ক : ডেনমার্কে তুরস্কের দূতাবাসের বাইরে এবং কোপেনহেগেন মসজিদের কাছে মুসলমানদের পবিত্র ধর্মীয় গ্রন্থ কুরআন পোড়ানোর ঘটনা ঘটেছে। আলজাজিরা জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার ইসলামবিরোধী অ্যাক্টিভিস্টরা এটি করেছে।

এর আগে সুইডেনে পবিত্র কুরআন পোড়ানোর ঘটনায় নিন্দা ও সমালোচনায় মুখর মুসলিম বিশ্ব। এরই মধ্যে ডেনমার্কে ঘটনাটি ঘটলো।

কোপেনহেগেনে কুরআন পোড়ানোর ঘটনায় যুক্ত রাসমুস পালুদান নামের এক ব্যক্তি। গত ২১ জানুয়ারি সুইডেনের স্টকহোমে তুরস্কের দূতাবাসের সামনে পবিত্র কুরআন পোড়ান তিনি। জানা গেছে, সুইডেন ও ডেনমার্কের নাগরিকত্ব রয়েছে পালুদানের।

২০২২ সালের এপ্রিলে পালুদান ঘোষণা দেন, পবিত্র রমজান মাসে বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে কুরআন পোড়াবেন তিনি। তার এ ঘোষণায় সুইডেনে ব্যাপক সহিংসতা শুরু হয়েছিল। অথচ, নিজের দেওয়া ঘোষণা অনুসারে প্রথমে তিনি সুইডেনে কুরআন পুড়িয়েছেন। এরপর ডেনমার্কেও কাণ্ডটি ঘটালেন।

সূত্র: আলজাজিরা।

Exit mobile version