অনলাইন ডেস্ক : কৃত্রিম বুদ্ধিমত্তা টুল চ্যাটজিপিটি ব্যবহার করে লেখা বক্তৃতা পার্লামেন্টে দিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটি ফ্রেডেরিকসেন। বুধবার দেশটির পার্লামেন্টে দেওয়া ওই বক্তৃতায় কৃত্রিম বুদ্ধিমত্তার বৈপ্লবিক বিভিন্ন দিক ও ঝুঁকির বিষয় তুলে ধরেছেন তিনি।

গ্রীষ্মকালীন সংসদ অধিবেশনের সমাপ্তি ঘোষণার দিনে ঐতিহ্য মেনে ডেনিশ সরকারের প্রধান ওই ভাষণ দিয়েছেন। তিনি বলেছেন, আমি এখানে যা পড়েছি তা আমার লেখা নয়। অথবা অন্য কোনো মানুষ এটি লিখে দেননি। বক্তৃতার মাঝে সংসদ সদস্যদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী মেটি ফ্রেডেরিকসেন বলেন, আমার আজকের এই বক্তৃতার কিছু অংশ চ্যাটজিপিটি লিখে দিয়েছে।

তিনি বলেন, এমনকি এটি সবসময় মাথার ওপর পেরেক না ঠুকলেও সরকারের কাজের বিশদ বিবরণ ও বিরাম চিহ্ন দেওয়ার মতো উভয় ক্ষেত্রেই… এটি যা করেছে তা আকর্ষণীয় এবং ভয়ানক।

গত বছরের শেষের দিকে চ্যাটজিপিটির যাত্রা শুরু হয়। কৃত্রিম এই বুদ্ধিমত্তা নির্দেশনা অনুযায়ী, প্রবন্ধ, কবিতা এবং কথোপকথন তৈরি করার ক্ষমতা দেখিয়েছে। ফলে এই খাতের বিপুল বিনিয়োগ করছে তথ্য-প্রযুক্তি জায়ান্ট বিভিন্ন প্রতিষ্ঠান।

এদিকে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মানবসভ্যতাকে বিলুপ্তির দিকে নিয়ে যেতে পারে বলেও সতর্ক করে দিয়েছেন বিশেষজ্ঞরা। ওপেনএআই ও গুগল ডিপমাইন্ডের প্রধানসহ অন্তত এক ডজন এআই বিশেষজ্ঞ এই সতর্কবার্তা দিয়েছেন।

এআই সেফটি সেন্টারের ওয়েবপেজে প্রকাশিত এক বিবৃতিতে ওই ঝুঁকির বিষয়ে সমর্থন প্রকাশ করেছেন তারা। বিবৃতিতে বলা হয়েছে, ‘মহামারি ও পারমাণবিক যুদ্ধের মতো অন্যান্য সামাজিক ঝুঁকির মতো এআই থেকে বিলুপ্তির ঝুঁকি হ্রাসের বিষয়টিকে বিশ্বজুড়ে অগ্রাধিকার দেওয়া উচিত।’

চ্যাটজিপিটির নির্মাতা ও ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান, গুগল ডিপমাইন্ডের প্রধান নির্বাহী ডেমিস হাসাবিস ও অ্যানথ্রোপিকের ডারিও অ্যামোডাইও এই বিবৃতির প্রতি সমর্থন জানিয়েছেন।

চ্যাটজিপিটির মাধ্যমে তৈরি করা ফ্রেডরিকসেনের বক্তৃতায় যা লেখা হয়েছে, তার মধ্যে এমন একটি বাক্য রয়েছে: গত সংসদীয় বছরে এই বিশাল সরকার পরিচালনা করতে পারাটা ছিল সম্মান ও চ্যালেঞ্জের।

ডেনমার্কের প্রধানমন্ত্রীর বক্তৃতায় চ্যাটজিপিটি আরও লিখেছে, ‘আমরা বিভিন্ন পক্ষের মাঝে সহযোগিতা জোরদারে কঠোর পরিশ্রম এবং ডেনমার্কের জন্য একটি শক্তিশালী ও টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করেছি। আমরা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য পদক্ষেপ গ্রহণ করেছি। এছাড়া এমন একটি সুন্দর ও অত্যধিক অন্তর্ভুক্তিমূলক সমাজ নিশ্চিত করেছি, যেখানে সব নাগরিকের সমান সুযোগ রয়েছে।’

‘যদিও আমরা এই পথে চ্যালেঞ্জ ও প্রতিরোধের মুখোমুখি হয়েছি, তারপরও গত সংসদীয় বছরে যা অর্জন করেছি, সেজন্য আমি গর্বিত।’ তবে ডেনমার্কের প্রধানমন্ত্রী ফ্রেডেরিকসেনের নিয়মিত বক্তৃতা লেখকরা চ্যাটজিপিটির লেখার মান নিয়ে এখনও কোনো মন্তব্য করেননি।

সূত্র: এএফপি, বিবিসি।