Home রাজনীতি ডিসেম্বরের মধ্যে হবে নির্বাচন, আশা মির্জা ফখরুলের

ডিসেম্বরের মধ্যে হবে নির্বাচন, আশা মির্জা ফখরুলের

অনলাইন ডেস্ক : আগামী ডিসেম্বর মাসের মধ্যে দেশে জাতীয় নির্বাচন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের বিষয়ে দলটি একমত হবে না বলেও জানান তিনি।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন মির্জা ফখরুল। দেশে চলমান ঘটনার দায় সরকার এড়াতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

এদিন সন্ধ্যায় যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলে মির্জা ফখরুল ছাড়াও বিএনপির জাতীয় স্থায়ী কমিটি সদস্য সালাউদ্দিন আহমেদ ও মেজর হাফিজ উদ্দিন আহমেদ ছিলেন।

Exit mobile version