বিনোদন ডেস্ক : ঘটনার সূত্রপাত গত মঙ্গলবার (৯ মে)। ওইদিন সংবাদমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে শাকিব খান জানান, বুবলীর সঙ্গে তার অধ্যায় পুরোপুরি শেষ হয়ে গেছে। সেই সঙ্গে বলেন, বুবলীকে আমার সঙ্গে আর অনস্ক্রিন–অফস্ক্রিন কোথাও দেখা যাবে না।

শাকিব খানের এমন বক্তব্য প্রসঙ্গে পরদিন বুধবার (১০ মে) বুবলী ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে দীর্ঘ একটি স্ট্যাটাস দেন। সেখানে শাকিবের দিকে বেশ কিছু অভিযোগ ছুঁড়ে জানান, তাদের এখনও ডিভোর্স হয়নি এবং এখনও দুজনের সুসম্পর্ক রয়েছে। তিনি জানান, গেল ঈদেও শাকিবের বাসায় গিয়েছেন, তাকে তুলে খাইয়ে দিয়েছেন, তার সঙ্গে সময় কাটিয়েছেন।

সেসব নিয়ে আবার গতকাল রোববার (১৪ মে) সংবাদমাধ্যমকে দেয়া দীর্ঘ এক সাক্ষাৎকারে শাকিব খান জানান, বুবলী মিথ্যাচার করছেন। তিনি বলেন, ‘সে যখন বলছে আমাদের মধ্যে এখনো সম্পর্ক রয়েছে তাহলে সে-ই প্রমাণ দিক।’

শাকিবের এমন বক্তব্য নিয়ে এবার মুখ খুলেছেন বুবলী। সোমবার সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টা নিয়ে কথা বলতেই আমার রুচিতে বাধছে। দেখুন, একটা সম্পর্ক-বিয়ে-সন্তান এগুলো খুব পবিত্র একটি জিনিস। এটাকে যে নোংরাভাবে প্রতিষ্ঠিত করতে চায় তাকে নিয়ে আমার সত্যি বারবার কথা বলার আগ্রহ নেই।’

বুবলী বলেন, ‘একজন মেয়ে হিসেবে বিয়ের পর সবসময় আমি চেয়েছি সুন্দরভাবে সংসার করতে, যেটা আপনারা অনেকবার দেখেছেন। আর এই সংসার করতে চাওয়াটাই আমার কাল হলো। এছাড়া কোনো স্বামী-স্ত্রী যদি আলাদা হয়ে যায়, তাহলে তারা হয় সেপারেটেড না হলে ডিভোর্সড।

‘আমি সেটাই বলেছি যে, ডিভোর্স হলে তো ডিভোর্স লেটার থাকবে। আমি তা পাইনি। তার মানে আমাদের সম্পর্কটা আসলে এখন কোথায় দাঁড়িয়ে আছে আপনারাই বলুন। আমি কী এখন এটাকে- সেপারেটেড নাকি ডিভোর্সড বলব?’