আরিফ হোসেন বনি : ডিক্সন হল সেটেলমেন্ট সার্ভিসেস এর বেঙ্গলি প্রোগ্রাম এবং টরন্টো ফিল্ম ফোরামের উদ্যোগে গত ২৫শে ফেব্রুয়ারি, শনিবার বিকালে টরন্টোর ৩০০০ ড্যানফোর্থ এভিনিউ’তে মাসব্যাপী ফ্রি মাস্ক বিতরণ কর্মসূচী শুরু হয়। ‘বাংলা কাগজ’ এর প্রধান সম্পাদক এম আর জাহাঙ্গীর এই কর্মসূচীর উদ্বোধন করেন।

ফ্রি মাস্ক বিতরণ কর্মসূচীর আহবায়ক সাহিদুল আলম টুকু জানান, মাসব্যাপী এই দুটি সংগঠন এক সাথে ৫০০০ থ্রি লেয়ার ফেব্রিক্স মাস্ক মানুষের মাঝে বিতরণ করবে। করোনাকালীন সময়ে মানুষের মাঝে সচেতনতা আরও বাড়ানোর জন্য ডিক্সন হল নেবোরহুড সার্ভিসেস এবং টরন্টো ফিল্ম ফোরাম এই পদক্ষেপ নিয়েছে।

তিনি আরও জানান, এই উদ্যোগ গ্রহণের মূল কারণ হচ্ছে, জনগণ যেন কোন অবস্থাতেই জন সমাগম হওয়া কোন জায়গায় মাস্ক ছাড়া চলাচল না করে এবং করোনার মত অতি দ্রæত ছড়িয়ে পড়া রোগের বিস্তার না ঘটায়।

মাসব্যাপী ফ্রি মাস্ক বিতরণ কর্মসূচিতে ড্যানফোর্থ বাংলা পাড়া এবং ভিক্টোরিয়া পার্ক সাবওয়ে স্টেশনে মাস্ক বিতরণ করা হবে। উল্লেখ্য, প্রথম দিনে প্রায় ১৫০০ পথচারীর মাঝে মাস্ক বিতরণ করা হয়। ফ্রি মাস্ক বিতরণের উদ্যোগকে পথচারী এবং ড্যানফোর্থ বাংলা পাড়ার বাসিন্দারা খুবই ইতিবাচকভাবে গ্রহণ করে এবং এর উদ্যোক্তাদের সাধুবাদ জানান।
মাস্ক বিতরণ অনুষ্ঠানে অংশ নেন টরন্টো ফিল্ম ফোরামের সভাপতি এনায়েত করিম বাবুল, সাধারণ সম্পাদক মনিস রফিক, সহ সাধারণ সম্পাদক ফয়েজ নুর ময়না এবং প্রেস এন্ড পাবলিকেশন সম্পাদক আরিফ হোসেন বনি।

এই অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে ডিটিসি স্কুলের দশম গ্রেডের ছাত্র অশেষ আলম।