Home কানাডা খবর ডকুমেন্টারি নির্মাণ করতে টরেন্টোর চলচ্চিত্রকার কাশা স্লেভনার গ্লাসগোতে

ডকুমেন্টারি নির্মাণ করতে টরেন্টোর চলচ্চিত্রকার কাশা স্লেভনার গ্লাসগোতে

অনলাইন ডেস্ক : টরোন্টোর ২৩ বছর বয়সী আলোচিত তরুণী কাশা সেকুইয়া স্লেভনার তার দ্বিতীয় ডকুমেন্টারি নির্মাণের জন্য বিষয়বস্তু হিসেবে জলবায়ু সম্মেলন ও শান্তি আন্দোলনকে বাছাই করেছেন। তার প্রথম ডকুমেন্টারি ‘দ্য সানরাইজ স্টোরিটেলার’ ৩০টি পুরস্কার জিতেছে এবং বিশ্বজুড়ে ৬০টিরও বেশি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। মাত্র ১৫ বছর বয়সে কাশা স্লেভনার তার মা মার্লাকে সাথে নিয়ে ওই ডকুমেন্টারি নির্মাণ করেন। এজন্য সে স্কুল থেকে ১ বছরের ছুটি নিয়ে ডকুমেন্টারি নির্মাণ শুরু করে। প্রথমে তার মা-বাবা পড়াশোনার ব্যাঘাত করে কিছু করতে দিতে সম্মত ছিল না। পড়ে সে তাদের রাজি করিয়ে ওই ডকুমেন্টারি নির্মাণ শুরু করে। এটি নির্মাণ করতে গিয়ে তাকে ছয় মাস ধরে আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশ সফর করতে হয়। ওই সফরে তাকে ছায়ার মতো সঙ্গ দেন তার মা মার্লা। ওই ডকুমেন্টারিতে বিভিন্ন বৈশ্বিক সমস্যা সমাধানে তরুণদের কর্মকান্ড তুলে ধরা হয়। তরুণ প্রজন্ম কিভাবে নিজ নিজ অঞ্চলে পরিবেশ রক্ষাসহ বিভিন্ন ইতিবাচক কর্মকান্ডে ভূমিকা রাখতে পারে সে বিষয়েও এতে দিকনির্দেশনা দেওয়া হয়। পরবর্তীতে তার ওই তথ্যচিত্রটি বিশ্বের বিভিন্ন দেশে ব্যাপক সুনাম কুড়ায়।

কাশা স্লেভনার গত বুধবার তার নতুন ডকুমেন্টারি নির্মাণের জন্য টরন্টো থেকে গ্লাসগো রওয়ানা হয়েছেন। সেখানে গত ৩০ অক্টোবর শুরু হয়েছে জলবায়ু সম্মেলন বা কপ২৬। এই সম্মেলনে বিশ্ব নেতারা বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির হার ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। এই সম্মেলন চলবে ১২ নভেম্বর পর্যন্ত। সম্মেলনে প্রায় ২০০ দেশের ১২০ জন রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানসহ প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। সম্মেলনের সাফল্য বা ব্যর্থতার চূড়ান্ত চিত্র পেতে আমাদের অপেক্ষা করতে হবে ১৩ নভেম্বর পর্যন্ত। কিন্তু জলবায়ু বিপর্যয় থেকে পৃথিবীকে রক্ষার পদক্ষেপ নেয়ার দাবিতে বিভিন্ন দেশের পরিবেশবাদী ও আন্দোলনকর্মীরা গ্লাসগোয় জড়ো হয়েছেন। তাঁরা দাবি আদায়ে সেখানে বিক্ষোভ শুরু করেছেন। বিক্ষোভে যোগ দিয়েছেন জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্দোলনে সারা জাগানো সুইডিশ তরুনী গ্রেটা থুনবার্গ। আন্দোলনকারীদের দাবি বিশ্বকে রক্ষায় শুধু মুখের কথা নয়, সত্যিকারের পদক্ষেপ চাই।

বৈশ্বিক এই সম্মেলনে বিশ্বনেতাদের অবস্থান, আন্দোলনকারীদের দাবি-দাওয়াসহ সার্বিক বিষয় তার ডকুমেন্টারিতে তুলে ধরার পরিকল্পনা করেছেন কাশা স্লেভনার। তিনি এটির নাম দিয়েছে- ‘১.৫ ডিগ্রীজ অব পিস’। গ্লাসগোর উদ্দেশ্যে রওনা হওয়ার পূর্ব মুহূর্তে বিমানবন্দরে তিনি সাংবাদিকদের বলেন, ‘একজন তরুণ হিসেবে আমি মূলত তরুণদের কর্মকান্ডকেই গুরুত্ব দেব। আমি মনে করি আমার এবারের কাজটিও মানুষকে আকৃষ্ট করবে।’ তিনি আরো বলেন, আমার এবারের কাজটির মূল বিষয় হবে জলবায়ু ও শান্তি।

মাত্র ১৪ বছর বয়সে মায়ের সাথে বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অংশ নেয়া শুরু করেন কাশা স্লেভনার। পরবর্তীতে তিনি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন যুব সম্মেলনে অংশ নেন। তিনি এ পর্যন্ত ৭ বার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছেন। এই সাফল্যের জন্য তিনি তার মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমার মা সবসময় সমাজের শান্তির জন্য কাজ করে চলেছেন। তিনি একজন পুরোদস্তর সমাজকর্মী। আমি তার পদাঙ্কই অনুসরণ করতে চাই। চলচ্চিত্র নির্মাণ বিষয়ে তিনি প্রখ্যাত ডকুমেন্টারি নির্মাতা লিজ মার্শালের কাছে প্রশিক্ষণ নিয়েছেন বলে জানান।

এবারের কপ২৬ সম্মেলনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন বিশ্ব নেতাদের প্রতিশ্রæতি বিশ্বের মঙ্গলের জন্য খুব একটা কার্যকর না হলেও বর্তমান তরুণ প্রজন্ম যে আগামীতে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসবে তাতে কোন সন্দেহ নেই। তরুণদের হাতে বিশ্বের ভবিষ্যত। তারাই সত্তিকারের ‘চেঞ্জ মেকার’। সূত্র : সিবিসি

Exit mobile version