০ সিআরবি এবং সিআরসিবিতে অতিরিক্ত ১২ সপ্তাহের এলিজিবিলিটি যুক্ত করা হচ্ছে
০ সিক বেনিফিট চার সপ্তাহ করা হচ্ছে এবং
০ ই.আই ৫০ সপ্তাহের জন্য আবেদন করার অনুমতি দেওয়া হচ্ছে
সুহেল ইবনে ইসহাক, টরন্টো, কানাডা : প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, ফেডারেল সরকার বাচ্চাদের সাথে ঘরের বেকার কর্মী এবং পিতামাতার জন্য দুটি মূল সুবিধাতে অতিরিক্ত ১২ সপ্তাহের বেনিফিট যুক্ত করছে। কানাডা রিকভারি বেনিফিট এবং কানাডা রিকভারি কেয়ারগিভিং বেনিফিটের জন্য সপ্তাহের সংখ্যা ২৬ থেকে ৩৮ পর্যন্ত বাড়িয়ে তুলবে।
ট্রুডো আরো বলেছে যে, ফেডারেল সরকার সিক বেনিফিট দুই থেকে চার সপ্তাহে বাড়ানো হবে যাতে শ্রমিকরা অসুস্থ বোধ করলে কোয়ারেটিনের কারণে ঘরে বসে থাকতে হবে এবং ই.আই. এলিজিবিলিটি প্রসারিত করা হচ্ছে, যা ২৬ সপ্তাহ হতে ৫০ সপ্তাহে গিয়ে পৌঁছবে। খবর ফিনান্সিয়াল পোস্টের।
লেবার গ্রুপগুলো আসন্ন মাসের শেষের দিকে কানাডিয়ানদের চাকরির সম্ভাবনার অস্তিত্বহীনতার প্রসঙ্গে সরকারকে সতর্ক করার কয়েক ঘন্টা পরে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। কানাডিয়ান লেবার কংগ্রেস এবং অন্যান্য গোষ্ঠীগুলি লিবারালদের কমপক্ষে বছরের শেষ অবধি বেনিফিটগুলির সময়সীমা বাড়ানোর জন্য বলেছিল।