অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের ওহিও অঙ্গরাজ্যের হিলার্ড শহরের ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে আয়োজিত একটি গাড়ির মিছিলে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শনিবার সকালে এই বন্দুক হামলা চালানো হয়।
জানা গেছে, হামলার সময় হামলাকারীকে লক্ষ্য করে পাল্টা গুলি চালায় পুলিশ। তবে পুলিশের নজর এড়িয়ে পালিয়ে যায় ওই হামলাকারী । তার খোঁজে চিরুনি তল্লাশি চালাচ্ছে মার্কিন পুলিশ।
মার্কিন পুলিশ সূত্রে জানায়, ট্রাম্প সমর্থকদের ভিড়ে লুকিয়ে ওই মিছিলে ঢুকে পড়ে হামলাকারীও । প্রাথমিকভাবে তাকেও ট্রাম্পের সমর্থনকারী বলেই মনে হয়েছিল পুলিশের। ওই ব্যক্তি একটি কালো গাড়ি চালাচ্ছিল। সেই গাড়িতেই ট্রাম্পের ছবি ও যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা লাগানো ছিল।
এদিকে, গাড়ির মিছিল শুরু হতেই ওই হামলাকারী গুলি ছুড়তে শুরু করে। পরে পুলিশ ওই হামলাকারীকে ধাওয়া করে। তবে তার নাগাল মেলেনি। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।