অনলাইন ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ সম্পর্কে তার কঠোর সমালোচনা করলেন আমেরিকান বহুজাতিক হেজ ফান্ড এবং আর্থিক পরিষেবা সংস্থা সিটাডেলের সিইও কেন গ্রিফিন।
এই বিলিয়নিয়ার ট্রাম্পের একজন সমর্থক এবং রিপাবলিকান প্রার্থীদের মেগাডোনারদেরও একজন।
বুধবার ওয়াশিংটনে সেমাফোর ওয়ার্ল্ড ইকোনমি সামিটে কেন গ্রিফিন বলেন, এটি বিশ্বে আমেরিকার অবস্থানকে ক্ষুণ্ন করছে এবং দেশের ব্র্যান্ডকে ধ্বংস করছে।
তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র কেবল একটি জাতি ছিল না। এটি একটি ব্র্যান্ড। এটি একটি সর্বজনীন ব্র্যান্ড, তা আমাদের সংস্কৃতি, আমাদের আর্থিক শক্তি, আমাদের সামরিক শক্তি যাই হোক না কেন…, আমেরিকা কেবল একটি দেশ হওয়ার চেয়েও এগিয়ে গেছে।
তিনি যোগ করেন, আমেরিকা বিশ্বের বেশিরভাগ মানুষের জন্য একটি আকাঙ্ক্ষার মতো ছিল। এবং আমরা এখন সেই ব্র্যান্ডটিকে ক্ষয় করছি।
বিশ্বের অন্যতম বৃহৎ হেজ ফান্ডের প্রতিষ্ঠাতা গ্রিফিন বলেন, ব্যবসায়ীরা তাদের বিনিয়োগ মার্কিন যুক্তরাষ্ট্রে – বিশেষ করে মার্কিন ট্রেজারি বন্ডে – রাখার বিষয়ে উদ্বিগ্ন। কারণ, ট্রাম্পের শুল্ক বিশ্বব্যাপী আর্থিক বাজারে আমেরিকার বিশ্বস্ততাকে ধ্বংস করে দিয়েছে।
জেপি মরগান চেজের সিইও জেমি ডিমন এ মাসের শুরুতে তার বার্ষিক শেয়ারহোল্ডারদের চিঠিতে একই রকম মন্তব্য করেছিলেন।
ডিমন বলেছিলেন, বিশ্বে আমেরিকার ‘অসাধারণ অবস্থান’ তার অর্থনীতি, সামরিক এবং নৈতিকতার শক্তির ওপর নির্মিত। কিন্তু শুল্ক এবং ট্রাম্পের ’আমেরিকা ফার্স্ট’ পররাষ্ট্র নীতি বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ অবস্থানকে ক্ষুণ্ন করতে পারে।
সূত্র : সিএনএন