অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্কারোপের পর এশিয়ার শেয়ারবাজারে ধস নেমেছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, সোমবার (৭ এপ্রিল) সকালে এশিয়ার বাজার ধুঁকছে। নতুন করে পতন ঘটেছে শেয়ারের দামে।

সোমবার (৭ এপ্রিল) সকালে জাপানের নিক্কেই ২২৫ সূচকের পতন হয়েছে ছয় দশমিক তিন শতাংশ। হংকংয়ের হ্যাং সেং সূচকের পতন হয়েছে ৯ দশমিক আট শতাংশ। সেই সঙ্গে হংকংয়ের শেয়ার বাজারে নিবন্ধিত যুক্তরাজ্যের ব্যাংক এইচএসবিসি ও স্ট্যান্ডার্ড চার্টার্ডেরও পতন ঘটেছে। এছাড়া, তাইওয়ানের শেয়ারে দাম কমেছে ১০ শতাংশ এবং সিঙ্গাপুরে কমেছে প্রায় আট দশমিক পাঁচ শতাংশ। সেই সঙ্গে বিশ্ববাজারে তেলের দামও কমেছে। ডব্লিউটিআই ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি ৬০ ডলারের ঘরে এবং ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি ৬৩ ডলারে নেমে এসেছে।

চারদিকে যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি নিয়ে সমালোচনার মধ্যে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ওষুধে কাজ দিচ্ছে। এদিকে, ট্রাম্পের শুল্কারোপের ঘোষণার পর অন্তত অর্ধশতাধিক দেশ বাণিজ্য আলোচনা ও সমঝোতার জন্য হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট কেভিন হেসেট এ তথ্য জানিয়েছেন।