অনলাইন ডেস্ক : ইউক্রেন যুদ্ধের অবসান এবং মস্কো-ওয়াশিংটন সম্পর্ক পুনর্স্থাপনের বিষয়ে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করার জন্য সৌদি আরবে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ও ক্রেমলিনের জ্যেষ্ঠ এক উপদেষ্টাকে পাঠিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার রিয়াদে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে রাশিয়ার ওই কর্মকর্তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে বলে সোমবার ক্রেমলিন জানিয়েছে।

গত বুধবার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে টেলিফোনে আলোচনার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, অবিলম্বে ইউক্রেন যুদ্ধ অবসানের লক্ষ্যে তারা আলোচনা শুরু করবেন। টেলিফোনে আলাপকালে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর এই দুই রাষ্ট্রনেতা মধ্যপ্রাচ্য সংকট, জ্বালানি, মার্কিন ডলার এবং কৃত্রিম বুদ্ধিমত্তাসহ বিভিন্ন ইস্যু নিয়েও আলোচনা করেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মঙ্গলবার সৌদি আরবে ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ এবং হোয়াইট হাউসের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইৎকফের পাশাপাশি রুশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

২০০৪ সাল থেকে পুতিনের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করে আসা সের্গেই ল্যাভরভ এবং ক্রেমলিনের পররাষ্ট্রনীতিবিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ পুতিনের অনুরোধে রিয়াদের উদ্দেশে যাত্রা শুরু করেছেন বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

তিনি বলেছেন, মঙ্গলবার মার্কিন কর্মকর্তাদের সঙ্গে তারা একটি বৈঠক করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। বৈঠকে রাশিয়ার কর্মকর্তারা ইউক্রেন যুদ্ধের অবসান এবং রুশ-আমেরিকান সম্পর্কের জটিলতা নিরসনের দিকে মনোনিবেশ করবেন।

রিয়াদের ওই বৈঠকে ইউক্রেনীয় বন্দোবস্ত সম্পর্কে সম্ভাব্য আলোচনার প্রস্তুতি এবং দুই প্রেসিডেন্টের মাঝে একটি বৈঠক আয়োজনের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন দিমিত্রি পেশকভ।

এর আগে, রয়টার্সের এক প্রতিবেদনে রিয়াদে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে রাশিয়ার সার্বভৌম সম্পদ তহবিলের প্রধান কিরিল দিমিত্রিভ সাক্ষাৎ করবেন বলে জানানো হয়েছিল। তবে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে রাশিয়ার সার্বভৌম সম্পদ তহবিলের প্রধানের সাক্ষাতের বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন পেশকভ।

এছাড়া চলতি মাসের শেষের দিকে পুতিন ও ট্রাম্প সৌদি আরবে মুখোমুখি বৈঠক করবেন কি না, এমন প্রশ্নের জবাব দিতেও অস্বীকার করেছেন ক্রেমলিনের ওই মুখপাত্র।

সূত্র: রয়টার্স।