অনলাইন ডেস্ক : অ্যাপলের সিইও টিম কুক যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের খরচ তহবিলে ১০ লাখ ডলার অনুদানের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে এক্সিওস। এর আগে ওপেনএআই-এর সিইও স্যাম অল্টম্যান, অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস এবং মেটা-সহ অন্যান্য বড় প্রযুক্তি কোম্পানির নির্বাহীরাও এই অভিষেক অনুষ্ঠানের খরচ তহবিল কমিটিতে অনুদান দেয়ার ঘোষণা দিয়েছিলেন।
ভার্জের এক প্রতিবেদনে জানা গেছে, ট্রাম্পের প্রথম মেয়াদে টিম কুক তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছিলেন, যা এখন অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সিইওরাও অনুসরণ করছেন। এছাড়াও নির্বাচনে বিজয়ের পর ট্রাম্পকে অভিনন্দন জানানোর মধ্যে ছিলেন টিম কুকও। এক্সিওসের বরাতে দ্যা ভার্জ জানিয়েছে, এরই মাঝে কুক ট্রাম্প টাওয়ার এবং ফ্লোরিডার মার-আ-লাগো রিসোর্টে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
এক্সিওস আরও জানিয়েছে, , “টিম কুক বিশ্বাস করেন, অভিষেক অনুষ্ঠান আমেরিকার মহান ঐতিহ্য এবং ঐক্যের মনোভাব নিয়ে তিনি এতে দান করছেন।” তবে টিম কুক ব্যাক্তিগতভাবে অনুদান দিলেও অ্যাপল কোম্পানি থেকে অভিষেক অনুষ্ঠানে অনুদান দেয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানা গেছে প্রতিবেদনে। এ বিষয়ে অ্যাপল তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
সোর্স: দ্যা ভার্জ