Home আন্তর্জাতিক ট্রাম্পকে ৪৬ কোটি ৪০ লাখ ডলার জরিমানা দেওয়ার নির্দেশ

ট্রাম্পকে ৪৬ কোটি ৪০ লাখ ডলার জরিমানা দেওয়ার নির্দেশ

অনলাইন ডেস্ক : নিউ ইয়র্কে একটি প্রতারণা মামলায় ডোনাল্ড ট্রাম্পকে ৪৬ কোটি ৪০ লাখ ডলার জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। তবে ট্রাম্প এ পরিমাণ নগদ অর্থের ব্যবস্থা করতে পারছেন না বলে জানিয়েছেন তার আইনজীবীরা।

মামলাটির রায়ের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। তবে আপিল আবেদন নিষ্পত্তি হওয়ার আগেই ট্রাম্পকে জরিমানার অর্থ প্রদান করতে হবে। এ ক্ষেত্রে কোনো বেসরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে নেওয়া বন্ডের মাধ্যমেও পরিশোধ করা যাবে।

ট্রাম্পের আইনজীবীরা জানিয়েছেন, এ পরিমাণ অর্থের সমতুল্য বন্ড দিতে আগ্রহী কোনো বেসরকারি প্রতিষ্ঠান খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা মোট ৩০টি প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলেও সফল হননি। ট্রাম্প নিজেও বলছেন এতো বড় আকারের বন্ড জোগাড় করা প্রায় অসম্ভব। তিনি এই অর্থ পরিশোধে ব্যর্থ হলে, আদালত তার আবাসন ব্যবসার কিছু সম্পত্তি বিক্রি করে অর্থের যোগান দিতে পারে।

উল্লেখ্য, এই জরিমানাই ট্রাম্পের একমাত্র জরিমানা নয়। এরআগে, অপর এক মামলায় আদালত তাকে ৮ কোটি ৩০ লাখ ডলার পরিশোধের নির্দেশ দেন। সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট

Exit mobile version