Home আন্তর্জাতিক ট্রাম্পকে পাগলামি বন্ধ করতে বলল নিউইয়র্ক পোস্ট

ট্রাম্পকে পাগলামি বন্ধ করতে বলল নিউইয়র্ক পোস্ট

অনলাইন ডেস্ক : বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পাগলামি বন্ধ করতে বলল তার প্রিয় পত্রিকা নিউইয়র্ক পোস্ট। পত্রিকাটির সম্পাদকীয়তে বলা হয়, ক্ষান্ত দিন মি. প্রেসিডেন্ট। ভণিতা ছাড়ুন। এই অন্ধকার হেয়ালি বন্ধের এটাই সঠিক সময়।

আমাদের দেশের পরবর্তী চার বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত থেকে মাত্র এক সপ্তাহ দূরে আছি আমরা। ৫ জানুয়ারি জর্জিয়ায় স্থগিত দুটি সিনেট আসনের নির্বাচন। এতে নিশ্চিত হবে জো বাইডেন রাবার স্ট্যাম্প প্রেসিডেন্ট হবেন নাকি তার হাতে প্রয়োজনীয় বিপুল ক্ষমতা থাকবে।

কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আপনি বুঁদ হয়ে আছেন তার পরের দিন, ৬ জানুয়ারিতে।

ওই দিন ইলেকটোরাল কলেজ ভোটের সত্যায়ন হবে কংগ্রেসে। আপনি টুইট করেছেন, রিপাবলিকানদের ‘সাহস’ আছে। তারা আপনাকে পরবর্তী চার বছরের জন্য প্রেসিডেন্ট রাখতে ফল বদলে দিতে পারবে।

এর অর্থ হচ্ছে অগণতান্ত্রিক অভ্যুত্থানে উৎসাহ দিচ্ছেন আপনি। আপনি যদি অফিসের শেষ দিনগুলোতেও অফিস ধ্বংসের চিন্তা করেন তবে সেভাবে ইতিহাস আপনাকে স্মরণ করবে- বিপ্লবী হিসেবে নয়, হাতে দিয়াশলাই ধরে রাখা নৈরাজ্যকারী হিসেবে।

ক্ষমতা হস্তান্তরে প্রতিবন্ধকতা তৈরি করছে ট্রাম্প প্রশাসন-বাইডেন : ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ায় প্রতিবন্ধকতার অভিযোগ তুলেছেন জো বাইডেন।

বিশেষ করে প্রতিরক্ষা বিভাগ এবং অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট (ওএমবি) বিভাগে রাজনৈতিক নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা সুষ্ঠুভাবে হস্তান্তর প্রক্রিয়ায় সহায়তা করছেন না। সোমবার ডেলাওয়ারে জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টাদের সঙ্গে বৈঠক শেষে এমন অভিযোগ করেন বাইডেন।

তিনি বলেন ‘আমার ট্রানজিশন টিম বিদায়ী প্রশাসনের কাছ থেকে যুক্তরাষ্ট্রের বর্তমান সামরিক অবস্থান এবং শত্রুদের নিবৃত্ত করার পরিকল্পনার পরিষ্কার চিত্র জানা দরকার। আমাদের প্রতিরক্ষা এবং অন্যান্য সংস্থার চলমান বাজেটের স্পষ্ট চিত্র জানতে হবে যাতে যে কোনো জটিল পরিস্থিতি এড়িয়ে যেতে আমরা সক্ষম হই।’

বাইডেন আরও বলেছেন, ট্রাম্প মার্কিন নিরাপত্তা সংস্থাগুলোর ব্যাপক ক্ষতি করেছেন।

প্রয়োজনীয় নিরাপত্তা তথ্য তাকে দেয়া হচ্ছে না। মার্কিন প্রতিরক্ষা বিভাগ থেকে এমন তথ্য-সহযোগিতা না করা দেশের জন্য মারাত্মক ক্ষতিকর বলে জো বাইডেন উল্লেখ করেছেন। প্রেসিডেন্ট হিসেবে আগামী ২০ জানুয়ারি শপথ গ্রহণ করবেন বাইডেন।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও পরাজয় মেনে নেননি। ক্ষমতার পালাবদলের জন্য ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে খুব সীমিত সহযোগিতা করা হচ্ছে জো বাইডেনকে। কোভিড-১৯ সংক্রমণে নাজুক হয়ে ওঠা যুক্তরাষ্ট্রে এবারে ক্ষমতার পালাবদলের কার্যক্রম পরিচালিত হচ্ছে ভিন্ন আয়োজনে।

Exit mobile version