অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের ২০২০ সালের নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার ষড়যন্ত্রের মামলায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়মুক্তি নিয়ে গতকাল সোমবার সুপ্রিম কোর্ট চূড়ান্ত অভিমত দিয়েছেন। অভিমতে ট্রাম্পকে আংশিক দায়মুক্তি দিয়েছেন সর্বোচ্চ আদালত। তবে ৯ বিচারকের মধ্যে তিনজন ভিন্নমত পোষণ করেছেন।
অভিমতে প্রধান বিচারপতি জন রবার্টস বলেন, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে আনুষ্ঠানিক কর্মকাণ্ডের জন্য ফৌজদারি মামলার দায় থেকে পুরোপুরি মুক্তি প্রাপ্য একজন সাবেক প্রেসিডেন্টের।
তবে অনানুষ্ঠানিক কাজের জন্য দায়মুক্ত নন। তিনি বলেন, ‘আমাদের সাংবিধানিক কাঠামো অনুযায়ী প্রেসিডেনশিয়াল ক্ষমতার অধীনে একজন সাবেক প্রেসিডেন্ট দায়িত্ব পালনকালে কৃতকর্মের জন্য ফৌজদারি মামলার বিচার থেকে পুরোপুরি দায়মুক্ত। দাপ্তরিক কাজের জন্য বিচার থেকে তিনি দায়মুক্ত।’ তিনি আরো বলেন, ‘তবে অনানুষ্ঠানিক কাজের জন্য প্রেসিডেন্ট দায়মুক্ত নন।
প্রেসিডেন্ট যা করবেন, তার সবই আনুষ্ঠানিক নয়। প্রেসিডেন্ট আইনের ঊর্ধ্বে নন।’ সুপ্রিম কোর্টের এই অভিমতের পর স্বভাবতই প্রশ্ন উঠেছে, এই মামলায় কোনটি প্রেসিডেন্টের আনুষ্ঠানিক এবং কোনটি অনানুষ্ঠানিক কাজ। বিবিসি বলছে, বিভিন্ন অঙ্গরাজ্যের সঙ্গে কথিত নির্বাচনী জালিয়াতির তদন্তের জন্য বিচার বিভাগকে নির্দেশ দিলে, সেটি হতো আনুষ্ঠানিক কাজ।
আর অনানুষ্ঠানিক কাজ প্রসঙ্গে বিবিসি বলছে, ট্রাম্পের জন্য অঙ্গরাজ্যগুলোর ইলেকটোরাল ভোট পরিবর্তন করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের রাজি করানো হতো অনানুষ্ঠানিক কাজ।
সুপ্রিম কোর্টের এই অভিমতকে বড় জয় আখ্যা দিয়ে ট্রাম্প বলেছেন, ‘এটি আমাদের সংবিধান ও গণতন্ত্রের জন্য বড় জয়। একজন আমেরিকান হিসেবে আমি গর্বিত।’
সূত্র : বিবিসি