অনলাইন ডেস্ক : টোকিও অলিম্পিকে প্রথম স্বর্ণপদক পেয়েছে চীনের প্রতিযোগী ইয়াং কিয়ান। শনিবার তিনি নারীদের ১০ মিটার এয়ার রাইফেল প্রতিযোগিতায় প্রথম হয়ে এ গৌরব অর্জন করেন। ২৪ জুলাই রাশিয়ার সংবাদ সংস্থা তাস এ খবর প্রকাশ করেছে।

এয়ার রাইফেল প্রতিযোগিতায় দ্বিতীয় হয়ে রৌপ্য পদক অর্জন করেছে রাশিয়ার প্রতিযোগী অ্যানাসতেসিয়া গ্যালাশিনা। ব্রোঞ্জ পদক পেয়েছে সুইজারল্যান্ডের নিনা ক্রিশ্চেন।
অলিম্পিকে নতুন রেকর্ড সেট করেছেন স্বর্ণপদকজয়ী ইয়াং কিয়ান। তার পয়েন্ট ২৫১.৮। অ্যানাসতেসিয়া গ্যালাশিনার পয়েন্ট ২৫১.১। নিনার পয়েন্ট ২৩০.৬।