বিনোদন ডেস্ক : বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পর বলিউডে যেন এখন দুই গ্রুপ। একদল সুশান্তের এই আত্মহত্যার জন্য বলিউডকে দায়ী করছেন। আর অন্যদল বলছেন এটি তার ব্যক্তিগত অবসাদ থেকে করা। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর নিজের টুইটারে দুঃখ প্রকাশ করে একটি পোস্ট করেছিলেন সোনাক্ষী সিনহা। নেপোটিজমের প্রসঙ্গ উঠলে পরে নেটিজেনদের কাছে ট্রল হন তিনি।
স্টার কিডরা নেপোটিজমের জন্যই বেশি সুযোগ পায়, এই বিষয়টি টুইটারে সাম্প্রতিককালে ট্রেন্ডিং। তাই নেটিজেনদের ধারণা এই ট্রোলিং ও স্টার কিডদের সমালোচনা শুনতে না পেরেই সোনাক্ষী টুইটার থেকে বিদায় নিলেন। সোনাক্ষী জানিয়েছেন তিনি মানসিক শান্তির জন্যই বিদায় নিয়েছেন টুইটার থেকে। ইনস্টাগ্রামে কমেন্ট সেকশন ও মিউট করে রেখেছেন তিনি। যদিও নেটিজেনদের দাবি, স্টার কিডদের সমালোচনা শুনতে না পেরেই টুইটার ডিলিট করেছেন তিনি।
সোনাক্ষী টুইটার থেকে বিদায় নেওয়ার আগে একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, ‘নিজের মানসিক শান্তি ঠিক রাখতে সবার আগে নেগেটিভিটি থেকে দূরে থাকা প্রয়োজন। আর আজকাল টুইটারের থেকে বেশি নেগেটিভ কিছু নেই। টুইটার অ্যাকাউন্ট ডি-অ্যাক্টিভেট করছি। বিদায়, আপনারা ভালো থাকুন।’ এছাড়াও টুইটারে তিনি আরেকটি ছবি পোস্ট করেছিলেন। যার ক্যাপশনে লেখা, ‘আগ লাগে বস্তি মে, মে আপনি মাস্তি মে।’