স্পোর্টস ডেস্ক : বর্তমান বিশ্বের অন্যতম সেরা স্পিনার রশিদ খান। ছোট দেশের এই বড় তারকা দাপিয়ে বেড়ান বিশ্বের বড় বড় ক্রিকেট লিগগুলোতে। জাতীয় দলের হয়েও তার পরফরম্যান্স নজরকাড়া। যা বজায় চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপেও।
এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে উইকেট নিয়েছেন ৬টি। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে দ্রুত ১০০ উইকেটের মালিক বনে গেলেন তিনি। একই সঙ্গে দ্বিতীয় স্পিনার, প্রথম লেগ স্পিনার এবং তৃতীয় বোলার হিসেবে শত উইকেটের মাইলফলক স্পর্শ করলেন রশিদ খান। এই ফরম্যাটে সর্বাধিক উইকেটের মালিক সাকিব আল হাসান। তার উইকেট সংখ্যা ১১৭টি। দ্বিতীয় স্থানে থাকা মালিঙ্গার উইকেট ১০৭টি।
এই মাইলফলক স্পর্শ করতে রশিদ খান খেলেছেন মাত্র ৫৩টি ম্যাচ। সর্বশেষ তথ্যানুযায়ী, শীর্ষে থাকা সাকিব ৯৪ ম্যাচে ১১৭ উইকেট, লাসিথ মালিঙ্গা ৮৪ ম্যাচে ১০৭ উইকেট ও রশিদ খান ৫৩ ম্যাচে ১০১ উইকেট।