স্পোর্টসডেস্ক : ক্রোয়েশিয়াকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো নেশন্স লিগের শিরোপা জিতে নিয়েছে স্পেন।
রোববার রাতে নেদারল্যান্ডসের রটারডামে ডি কুইপ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের নির্ধারিত সময়ের খেলা অমীমাংসিত থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। তাতেও ফল না আসায় ম্যাচ যায় টাইব্রেকারে। আর তাতে ৫-৪ গোলের ব্যবধানে ম্যাচ জিতে নেয় সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।
খেলায় বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল স্পেনই, গোলমুখে বেশি শটও নিয়েছে তারাই। তবে নির্ধারিত সময়ের খেলায় গোলের দেখা পায়নি কোনো দলই।
ম্যাচ টাইব্রেকারে গড়ানোর পর প্রথম তিন শটে দুই দলই গোল পায়। তবে ক্রোয়েশিয়ার লভরো মাইয়ের নেওয়া চতুর্থ শটটি দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন স্পেনের গোলরক্ষক সিমোন। অন্যদিকে স্পেনের হয়ে চতুর্থ শটটি নেওয়া মার্কো আসেনসিও গোল করে দলকে ৪-৩ ব্যবধানে এগিয়ে নেন। পঞ্চম শটে গোল দিয়ে ক্রোয়েশিয়াকে ৪-৪ এ সমতায় ফেরান ইভান পেরিসিচ। অন্যদিকে স্পেনের পক্ষে পঞ্চম শট নিতে এসে লাপোর্তে ক্রসবারে মারেন।
ক্রোয়েশিয়ার পক্ষে পেতকোভিচের নেওয়ার পরের শটটি ঠেকিয়ে দেন স্পেনের গোলরক্ষক সিমোন। তবে স্পেনের হয়ে দানি কারভাহালের নেওয়া শট ঠেকাতে পারেননি ক্রোয়েশিয়ার গোলরক্ষক। এতে স্বপ্নভঙ্গের বেদনা নিয়েই ফিরতে হয় লুকা মডরিচদের।
২০১০ সালে বিশ্বকাপ জেতা স্পেন তিনবার ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ জিতলেও নেশন্স কাপের শিরোপাটি অধরাই ছিল তাদের। এবার সেই শিরোপা জয়ের স্বাদও পেল তারা।