স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। ফলে শুরুতে ব্যাটিংয়ে নামতে হচ্ছে বাংলাদেশকে। ম্যাচটি সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে।
আজ বাংলাদেশ একাদশে একটি পরিবর্তন আনা হয়েছে। পেসার তাসকিন আহমেদকে বসানো হয়েছে। তার জায়গায় স্কোয়াডে ফিরেছেন স্পিনার নাসুম আহমেদ। কন্ডিশন বিবেচনায় এই পরিবর্তন বলে জানিয়েছেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।
বাংলাদেশ একাদশ: নাইম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শেখ মেহেদী হাসান, সাইফউদ্দিন, নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা একাদশ: কুশাল পেরেরা (উইকেটরক্ষক), পথুম নিসাঙ্কা, চারিথ আসালাঙ্কা, আভিষ্কা ফার্নান্দো, ভানুকা রাজাপাক্ষা, দাসুন শানাকা (অধিনায়ক), চামিকা করুণারত্নে, হাসারাঙ্গা ডি সিলভা, দুষ্মন্ত চামেরা, লাহিরু কুমারা ও বিনুরা ফার্নান্দো।