Home কানাডা খবর টরন্টো ফিল্ম ফোরাম-এ ‘মুক্তির গান’ প্রদর্শিত

টরন্টো ফিল্ম ফোরাম-এ ‘মুক্তির গান’ প্রদর্শিত

গত ১১ই সেপ্টেম্বর, শুক্রবার সন্ধ্যায় টরন্টো ফিল্ম ফোরাম-এর ৩০০০ ড্যানফোর্থ এভিনিউ’র সংগঠনটির নতুন কার্যালয়ে নিয়মিত চলচ্চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ পরিচালিত প্রামাণ্য চলচ্চিত্র ‘মুক্তির গান’ প্রদর্শিত হয়। উল্লেখ্য, করোনাকালীন সময়ে স্বল্প পরিসরে প্রতি সপ্তাহে ২৫ জন দর্শকের জন্য টরন্টো ফিল্ম ফোরাম নিয়মিত চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে। এ প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।

চলচ্চিত্র প্রদর্শনীর উদ্বোধনী দিনে ‘মুক্তির গান’ চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে অতি স¤প্রতি মৃত্যুবরণকারী বাংলাদেশের মুক্তিযুদ্ধের তিন অকুতোভয় যোদ্ধা সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অবঃ) সি আর দত্ত, সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল (অবঃ) আবু ওসমান চৌধুরী এবং বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি জিয়াউদ্দিন তারিক আলীর প্রতি শ্রদ্ধা জানানো হয়।

‘মুক্তির গান’ বাংলাদেশের মুক্তিযুদ্ধের এক অসামান্য দলিল। ১৯৭১ সালে ‘বাংলাদেশ মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থা’ নামে একটি সাংস্কৃতিক দলের নিত্যদিনের কাজ ও অভিজ্ঞতাকে সেলুলয়েডে ধরে রাখেন মার্কিন চলচ্চিত্র নির্মাতা লিয়ার লেভিন। বাংলাদেশের মুক্তি সংগ্রামী শিল্পীদের এগার জনের একটি দল ট্রাকে করে তখন ছুটে বেড়াতেন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মুক্তাঞ্চলে। তারা গান গেয়ে উজ্জীবিত করতেন যুদ্ধের জন্য তৈরি মুক্তিযোদ্ধাদের আর রিফিউজি ক্যাম্পের সব অসহায় মানুষদের। লিয়ার লেভিন ৩৫ মিলিমিটারে প্রায় ২০ ঘন্টা শ্যুট করেছিলেন এবং ‘জয় বাংলা’ নামে একটি প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। পরবর্তীতে ১৯৯০ সালে লিয়ার লেভিনের সাথে তারেক মাসুদ এবং ক্যাথরিন মাসুদের সাক্ষাত হলে তারা সেই ফুটেজ ব্যবহার করে একটি প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণের প্রস্তাব দেন। লিয়ার লেভিন সানন্দে তাদের প্রস্তাবে রাজি হন এবং বিনে পয়সায় সেগুলো তাদের দিয়ে দেন। প্রায় পাঁচ বছরের পরিশ্রমে তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ লিয়ার লেভিনের ধারণকৃত মুক্তিযুদ্ধের ফুটেজ এবং অন্যান্য ফুটেজ নিয়ে নির্মাণ করেন ১ ঘন্টা ১৫ মিনিটের বাংলাদেশের মুক্তিযুদ্ধের এই অসামান্য দলিলটি। এই চলচ্চিত্রের একজন অন্যতম চরিত্র এবং ধারাভাষ্যকার ছিলেন জিয়াউদ্দিন তারিক আলী।

উল্লেখ্য, ২০১৬ সালের ডিসেম্বর মাসে বিজয় দিবস উদযাপনে টরন্টো ফিল্ম ফোরাম বাংলাদেশের মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য আমেরিকান চলচ্চিত্র নির্মাতা লিয়ার লেভিন টরন্টো এনে সম্মান জানায়।

টরন্টো ফিল্ম ফোরামের সভাপতি এনায়েত করিম বাবুলের সভাপতিত্বে নিয়মিত চলচ্চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন টরন্টো ফিল্ম ফোরামের প্রকাশনা সম্পাদক দেলওয়ার এলাহী, সাংগঠনিক সম্পাদক জগলুল আজিম রানা, নির্বাহী সদস্য ফাইজ নুর ময়না, উপদেষ্টা আমিন মিয়া এবং সংগীত শিল্পী ফারহানা শান্তা। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন টরন্টো ফিল্ম ফোরামের সাধারণ সম্পাদক মনিস রফিক।

Exit mobile version