Home কানাডা খবর টরন্টো ফিল্ম ফোরাম-এর উদ্যোগে ২৫শে মার্চের গণহত্যা দিবস পালিত

টরন্টো ফিল্ম ফোরাম-এর উদ্যোগে ২৫শে মার্চের গণহত্যা দিবস পালিত

আরিফ হোসেন বনি : গত ২৫শে মার্চ, শুক্রবার, সন্ধ্যায় টরন্টো ফিল্ম ফোরাম ১৯৭১ সালের কালো রাত্রি ২৫শে মার্চ উপলক্ষে প্রদীপ মিছিল, আলোচনা এবং চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করে। উল্লেখ্য, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার প্রাক্বালে পাকিস্তানী হানাদার বাহিনী বাংলাদেশের রাজধানী ঢাকায় ‘অপারেশন সার্চ লাইট’ এর মাধ্যমে এক বর্বোরচিত হামলা চালিয়ে শুধুমাত্র ঢাকায় ১০,০০০ নিরীহ মানুষকে হত্যা করে। এই বিভীষিকাময় হামলার পর পরই বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রায় নয় মাসের রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে এবং ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর বাংলাদেশ বিজয় লাভ করে। টরন্টো ফিল্ম ফোরাম প্রতি বছর ২৫শে মার্চের শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপনসহ ১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সকল ত্যাগী মানুষদের সম্মানে এই রাতটি পালন করে থাকে। টরন্টো ফিল্ম ফোরাম সন্ধ্যা সাড়ে সাতটায় টরন্টোর ৩০০০ ড্যানফোর্থে এক প্রদীপ মিছিল করে। প্রদীপ মিছিল শেষে ঘরোয়া রেস্টুরেন্টের সামনে বক্তৃতা করেন কানাডা পিডিআই এর আহবায়ক বিদ্যুৎ রঞ্জন দে, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংগঠন (ডাকসু)’র সাবেক এজিএস নাসিরুদ্দোজা এবং টরন্টো ফিল্ম ফোরামের সহ-সম্পাদক ফয়েজ নুর ময়না।

প্রধান আলোচক জামিল চৌধুরীর আলোচনায় দর্শকদের একাংশ

প্রদীপ মিছিল এবং বক্তৃতা শেষে ৩০০০ ড্যানফোর্থের মাল্টিকালচারাল ফিল্ম স্ক্রীনিং সেন্টার এ বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বর্তমান বাংলাদেশ টেলিভিশনের প্রথম মহাপরিচালক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষক জামিল চৌধুরী। এই আলোচনা অনুষ্ঠানে আরও অংশ নেন স্ক্যারবরো সাউথ-ওয়েস্ট এর এমপিপি ডলি বেগম, বিচেস-ইস্ট ইয়র্কের কাউন্সিলর ব্র্যাড ব্রাডফোর্ড, টরন্টো ফিল্ম ফোরামের সভাপতি এনায়েত করিম বাবুল, ডাকসুর সাবেক এজিএস নাসিরুদ্দোজা এবং নতুন দেশ সংবাদপত্রের প্রকাশক ও প্রধান সম্পাদক শওগাত আলী সাগর। আলোচনা অনুষ্ঠানে বক্তারা মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন এবং ২৫শে মার্চকে গণহত্যা দিবস হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতির দাবি জানান। আলোচনা অনুষ্ঠানে স্বাধীনতা দিবসের গান পরিবেশন করেন ফারহানা শান্তা এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টরন্টো ফিল্ম ফোরামের অনুষ্ঠান সম্পাদক সোলায়মান তালুত রবিন। আলোচনা অনুষ্ঠান শেষে ২৫শে মার্চের কালোরাতের উপর কাওসার চৌধুরী নির্মিত প্রামাণ্য চলচ্চিত্র ‘সেই রাতের কথা বলতে এসেছি’ প্রদর্শিত হয়। চলচ্চিত্রটির প্রদর্শনীর পর পরিচালক কাওসার চৌধুরী উপস্থিত দর্শকদের সাথে বাংলাদেশ থেকে ম্যাসেঞ্জারের মাধ্যমে কথা বলেন এবং প্রদর্শিত চলচ্চিত্র নিয়ে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

Exit mobile version