আরিফ মোর্শেদ : গত ১৪ই এপ্রিল, শুক্রবার সন্ধ্যায় টরন্টো ফিল্ম ফোরামের আয়োজনে ৩০০০ ড্যানফোর্থ এভিনিউ’র মাল্টিকালচারাল ফিল্ম স্ক্রীনিং সেন্টারে বাংলা নববর্ষ ১৪৩০’কে উদযাপন করা হয়। এ উদযাপনে উপস্থিত সকলে আলোচনা, কবিতা আবৃত্তি এবং সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে নতুন বাংলা বছরকে স্বাগত জানান।
টরন্টো ফিল্ম ফোরামের সভাপতি এনায়েত করিম বাবুলের সভাপতিত্বে বাংলা বছরের ঐতিহাসিক প্রেক্ষাপট এবং মঙ্গল শোভাযাত্রা নিয়ে ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠীর অবস্থান বিষয়ে আলোচনা করেন শেখ শাহনওয়াজ, দেলোয়ার হোসেন দুলাল, রাজকুমার বিশ্বাস, রেজিনা রহমান, মিনারা বেগম, কাজী জহির, পারভেজ চৌধুরী, বিদ্যুৎ সরকার, অপু রোজারিও, সোলায়মান তালুত রবিন এবং শাকিলা আহমেদ। বক্তারা বাংলা নববর্ষ আড়ম্বরের সাথে পালনে কতিপয় ধর্মীয় উগ্রবাদীদের সমালোচনা করে বলেন, বাংলা ভাষার সাথে গণ মানুষের ভালোবাসার অনুভ‚তি জড়িয়ে আছে। এটা এই মাটির সংস্কৃতির একেবারে গভীরে গ্রথিত রয়ে গেছে। কোনভাবেই বাংলাদেশের সংস্কৃতির প্রতি অবমাননা এবং হুমকি মেনে নেওয়া হবে না। বক্তারা আশা প্রকাশ করেন, দিন দিন বাংলাদেশের সকল মানুষ এবং প্রবাসী বাংলাদেশীরা অনেক ভালোবাসা নিয়ে এই দিনটি উদযাপন করবেন এবং বাঙালি সংস্কৃতির চেতনাকে বুকে ধারণ করবেন।
বাংলা নববর্ষ উদযাপনে কবিতা আবৃত্তি করেন ফয়েজ নুর ময়না, আরিফ হোসেন বনি, আরিফ মোর্শেদ এবং পারভেজ চৌধুরী। উদযাপন অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন জগলুল আজিম রানা, সাহিদুল আলম টুকু, জানেট গোমেজ, জান্নাতুল তিয়াস এবং শারমিন শর্মী। আলোচনা, আবৃত্তি এবং সঙ্গীত পরিবেশনের পর উপস্থিত সবাই বাংলা নববর্ষের বিভিন্ন খাবার উপভোগ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টরন্টো ফিল্ম ফোরামের সাধারণ সম্পাদক মনিস রফিক।