অনলাইন ডেস্ক : গত ১৩ই সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় টরন্টোর ৩৫০ কিং স্ট্রীট ওয়েস্ট এর টিফ (TIFF) বেল লাইটবক্স এর ৭ নম্বর প্রেক্ষাগৃহে ‘মুজিব : দ্য মেকিং অব এ নেশান’ (মুজিব : একটি জাতির রূপকার) চলচ্চিত্রটি প্রদর্শিত হয়। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনধর্মী চলচ্চিত্রটি ৪৮তম টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল (ToronTO International Film festival) এর ‘ইন্ডাস্ট্রি’ শাখায় প্রদর্শিত হয়। ভারত উপমাহাদেশের প্রথিতযশা চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগাল পরিচালিত এবং অতুল তিওয়ারী ও শ্যামা জায়েদী’র চিত্রনাট্যে নির্মিত চলচ্চিত্রটিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেন বাংলাদেশের আরেফিন শুভ। ৩ ঘন্টার এই চলচ্চিত্রে আরও অভিনয় করেন নুসরাত ইমরোজ তিসা, ফজলুর রহমান বাবু, চঞ্চল চৌধুরী, নুসরাত ফারিয়া, রিয়াজ প্রমুখ।
চলচ্চিত্রটি প্রদর্শনীর পর অতুল তিওয়ারীর উপস্থাপনায় বক্তব্য রাখেন অভিনেতা আরেফিন শুভ এবং বাংলাদেশের তথ্য মন্ত্রী ড. হাসান মাহমুদ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কানাডায় বাংলাদেশের হাই কমিশনার ডাঃ খলিলুর রহমান এবং টরন্টোর কনসুলেট জেনারেল মোঃ লুৎফর রহমান।