টরন্টো : কানাডার বসবাসরত বৃহত্তর ফেনীবাসীদের পিকনিক আগামী ৩রা সেপ্টেম্বর, রবিবার। অশোয়া লেকভিউ পার্কে এটি অনুষ্ঠিত হবে। কানাডায় কর্মব্যস্ত জীবনে প্রতিটি ফেনীবাসী যাতে নিজের জীবনের অবসর দূর করার মাধ্যমে বছরের একটা দিন বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন অথবা প্রিয়জনদের সাথে বিশেষ সময় পার করে মানসিক তৃপ্তি এবং বিনোদন উপভোগ করা এই পিকনিকের মুল উদ্দেশ্য। বালুকাময় সৈকত ও অত্যন্ত মনোরম পরিবেশ অশোয়ার লেকভিউ পার্ক। টরন্টো থেকে এক ঘন্টা ড্রাইভ দূরত্বে অবস্থিত এ পার্কে অনুষ্ঠিতব্য এবারের পিকনিকে র‌্যাফেল ড্র, শিশুদের জন্য মজার মজার খেলা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মহিলাদের পিলোপাচিং, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন থাকবে। আর মধ্যাহ্ন ভোজসহ নানা মুখরোচক খাবারের ব্যবস্থাও থাকবে। পিকনিক চলেবে বেলা বারটা থেকে সন্ধা ছয়টা। অংশগ্রহণ কারীদের জন্য এবারের ফি নির্ধারণ করা হয়েছে জনপ্রতি ২০ ডলার। পাঁচ বছরের বয়সীদের অংশগ্রহণকারীদের ফ্রি। সপ্তমবারের মতো আয়োজিত এ পিকনিকে কানাডায় অবস্থানরত ফেনীবাসীরা পরিবার পরিজনসহ অংশগ্রহণ করবেন । আশা করা হচ্ছে এবার প্রচুর সংখ্যক ফেনীবাসী পিকনিকে অংশগ্রগ্রহন করবেন।

অংশগ্রহণে আগ্রহীদের নাম আগামী ২০ আগস্ট এর মধ্যে ফোনে ৬৪৭.৭১৮.১৫৯০, ৬৪৭.৮৫৫.২০৯৩ অথবা নিম্নোক্ত লিংক এর মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবেন। https://docs.google.com/…/1KTlz9XqhRNUAXuWwsSB9M5Y…/edit । যাঁদের যাওয়া এবং আসার জন্য ট্রান্সপোর্টের প্রয়োজন হবে, উল্লেখিত নাম্বারে যোগাযোগ করলে ব্যবস্থা করা হবে। কানাডায় বসবাসরত সব ফেনীবাসীকে পিকনিকে অংশগ্রহণের জন্য আয়োজকদের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে। ধন্যবাদ।