টরন্টোর ডেন্টোনিয়া পার্কে ঈদের জামাতে উপস্থিত মুসল্লীরদের একাংশ আলোকচিত্রী : ম্যাক আজাদ

অনলাইন ডেস্ক : গত ২১শে এপ্রিল, শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ড্যানফোর্থ ইসলামিক সেন্টারের আয়োজনে টরন্টোর ‘বাঙালি পাড়া’ হিসেবে খ্যাত ৩০০০ ড্যানফোর্থ এভিনিউ সংলগ্ন ডেন্টোনিয়া পার্কে হাজারের বেশি মানুষের উপস্থিতিতে এক বৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদের দিন সকালের এই জামাতে টরন্টো এবং এর আশে পাশের শহরের বাঙালি পুরুষ ও নারীরা এই ঈদের জামাতে অংশ নেন। এক মাস সিয়াম সাধনার পর এই ঈদের নামাজ ধর্ম প্রাণ মুসলমানদের কাছে খুবই গুরুত্ব বহন করে। নামাজের জন্য এই বিশাল জামাত মুসলিমদের একে অপরের কাছাকাছি এনে দেয় এবং এর মাধ্যমে একে অপরের বন্ধুত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করার সুযোগ পান। সেই সাথে সবাই পূর্বের সব কালিমা মুছে দিয়ে এক সুন্দর জীবনের জন্য প্রত্যয়ী হয়ে উঠেন।

প্রতি বছরের মত এ বছরেও নামাজ পড়তে আসা মুসল্লী ছাড়াও টরন্টোর রাজনীতির জগতের কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং স্থানীয় জন প্রতিনিধির উপস্থিতি ছিল। এরা মূলত এমন এক বিশাল জমায়েতে এসে মুসল্লীদের সাথে মত বিনিময়ের সুযোগ গ্রহণ করে থাকেন। গত শুক্রবারের ঈদের নামাজের সময় উপস্থিত ছিলেন বিচেস- ইস্ট ইয়র্ক এর এমপি ন্যাথানিয়েল এরিস্কিন-স্মিথ, অন্টারিও এনডিপি’র প্রধান নেতা ম্যারিট স্টাইলস এমপিপি, অন্টারিও এনডিপি’র উপনেতা ডলি বেগম এমপিপি, বিচেস-ইস্ট ইয়র্কের এমিপিপি মেরী মার্গারেট ম্যাকমোহন, টরন্টোর ভারপ্রাপ্ত মেয়র জেনিফার ম্যাককেল্ভি, বিচেস-ইস্ট ইয়র্কের কাউন্সিলর ব্রাড ব্রাডফোর্ড, স্ক্যারবরো সাউথওয়েস্টের কাউন্সিলর গ্রারী ক্রাফোর্ড, এবারের টরন্টো সিটির মেয়র পদপ্রার্থী অলিভিয়া চো, বিচেস-ইস্ট ইয়র্কের সাবেক কাউন্সিলর জ্যানেট ডেভিস প্রমুখ। উপস্থিত এই ব্যক্তিত্বের কয়েকজন উপস্থিত মুসল্লির সামনের নিজেদের ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং টরন্টোর ইসলামিক সেন্টারের এই আয়জনকে ধন্যবাদ জানান। তারা আশাবাদ ব্যক্ত করেন, আগামীতে এই ডেন্টোনিয়া পার্কের এই ঈদের জামাতে আরও বেশী মুসল্লী উপস্থিতি হয়ে ঈদের নামাজ আদায় করবেন। সেই সাথে তাঁরা উল্লেখ করেন, ইসলামের শান্তির বার্তা বহন করে টরন্টোর মুসলিম কমিউনিটি সামনের দিনগুলিতে একটা সুন্দর বহুজাতিক কানাডা গড়তে আরও উল্লেখযোগ্য অবদান রাখবে।