স্পোর্টস ডেস্ক : এবারো মিলল না উত্তর। ছয় ঘন্টারও বেশি অনলাইন বৈঠকের পরও টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারেনি আইসিসি। বোর্ডসভা শেষে সিদ্ধান্ত হয়েছে, চলতি বছরের কুড়ি-বিশের বিশ্বকাপ এবং ২০২১-এ মহিলা বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আরো একমাস অপেক্ষা করবে আইসিসি।

করোনা মহামারিতে বিপর্যস্ত ক্রীড়া দুনিয়া। প্রায় আড়াই মাস ধরে স্তব্ধ বাইশ গজ। জুলাই থেকে ধীরে ধীরে একাধিক দেশ ছন্দে ফেরার চেষ্টা করবে। আয়োজিত হবে দ্বিপাক্ষিক সিরিজও। তবে বিশ্বকাপের মতো বড়মাপের টুর্নামেন্ট আয়োজনে হাজারো ঝক্কি। বিভিন্ন দেশের ক্রিকেটারদের কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করতে হবে।
সেই সঙ্গে অনেকদিন ধরে টুর্নামেন্ট চলবে। তাই এ নিয়ে হটকারি সিদ্ধান্ত নিতে চাইছে না বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। টুর্নামেন্টের আয়োজন হলে কীভাবে এর সঙ্গে জড়িত সকলকে করোনার প্রকোপ থেকে সুরক্ষিত রাখা সম্ভব হবে, সেটাই এখন বড় চ্যালেঞ্জ আইসিসির। তাই সবদিক বিচার করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তারা। এর আগে গত ২৮শে মে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত নেয়ার কথা ছিল আইসিসির। তখন জানানো হয়েছিল, ১০ই জুনই ঠিক হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্য। দ্বিতীয় দফার বৈঠকেও কোনো সিদ্ধান্ত জানাতে পারল না আইসিসি।

আইসিসির চিফ এক্সিকিউটিভ মানু সোহনি বলেন, ‘করোনা মহামারি বিশ্বকে একেবারে বদলে দিয়েছে। এর পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে। আমরা যথাসাধ্য সঠিক সিদ্ধান্তটাই নেওয়ার চেষ্টা করব। সকলের সুরক্ষাই আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। আমরা সিদ্ধান্ত নেয়ার জন্য আর একটাই সুযোগ পাব। আমরা সদস্য দেশ, ব্রডকাস্টার, স্পন্সর, অংশগ্রহণকারী দেশের সরকার ও ক্রিকেটারদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাব।’

নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ১৮ই অক্টোবর অস্ট্রেলিয়ায় শুরু হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর।