হোসনে আরা জেমী

সে কবেই ছিঁড়ে গেছে ধূসর উত্তরীয়
আসন্ন শীতে বুকের উনুনে আগুন
রাতগুলো বিবর্ণ উত্তাপহীন
জীবনের পাশাপাশি হৃদয়ের কাছাকাছি
হারিয়ে যায় পুতুল খেলাদিন
মায়ায় জড়ানো অতীত ছবি
ভিজে আসা চোখ টলমল
অনাগত সময় ছায়া-পথে হারিয়ে যায়
চড়ুইপাখির বাঁধভাঙা কিচিরমিচিরে।

শীতে উষ্ণতা খোঁজে, মমতায় জড়িয়ে রাখে ভালোবাসার মায়া ডোরে।
রাতের আধার গলে কার্নিশে মায়াবী হাওয়া বয়
কী মমতায় বেঁধে রয় রাশি-রাশি ঘুমনিশিতের শীত হাওয়া।
মায়াবী চোখে জাদুর মায়াটুকু ছড়িয়ে দিলেই
পৃথিবী ফিরে পায় প্রেমের হাওয়া
যেয়ো না-অজানা পিচ্ছিল পথে
সেখানে কুসুম-কুসুম অপুষ্ট-কাঁচা প্রেম।

সমুদ্রের ফেনায়িত কল্লোলের কাছে পাবে বিশালতার গল্প
পাহাড়ের ডাক শুনে পৌঁছে যাবে তার উচ্চতার কাছে
সেখান ভেসে বেড়ায় হারানো সংলাপ
প্রজাপতির কোলাহোল
দিগন্ত বিস্তৃত মাঠে পাতাদের উড়াউড়ি

বাতাবীলেবু ফুলের আঘ্রাণে
হারিয়ে যায় সবুজাভ, হলুদ, কমলায় ঝরা পাতাদের গান

পলকহীন দৃষ্টি পাবে একটি অদেখা নতুন ভোরের
এলোমেলো বাতাসে ঝরা পাতাদের উড়াউড়ি সুর তোলে আগামীর…
টরেন্টো