Home আন্তর্জাতিক জ্বালানি ট্যাংকার বিস্ফোরণ, নাইজেরিয়ার নিহত প্রায় ১০০

জ্বালানি ট্যাংকার বিস্ফোরণ, নাইজেরিয়ার নিহত প্রায় ১০০

অনলাইন ডেস্ক : নাইজেরিয়ার উত্তরাঞ্চলে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে অন্তত ৯৪ জন নিহত এবং ৫০ জন আহত হয়েছে। স্থানীয় পুলিশ বুধবার এ তথ্য জানিয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, দেশটির জিগাওয়া রাজ্যের তাউরা এলাকার একটি এক্সপ্রেসওয়েতে ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশের মুখপাত্র লাওয়ান আদামু তুর্কি বার্তা সংস্থা আনাদোলু নিউজ এজেন্সিকে বুধবার জানিয়েছেন, মঙ্গলবার রাতে ওই দুর্ঘটনা ঘটেছে।

তিনি জানিয়েছেন, বিস্ফোরণের পর ভয়াবহ অগ্নিকাণ্ড শুরু হয়। মঙ্গলবার স্থানীয় সময় মধ্যরাত ৩টা ১৫ মিনিট পর্যন্ত আগুন জ্বলেছে। তিনি আরও জানিয়েছেন, উল্টে যাওয়া ট্যাঙ্কার থেকে জ্বালানি সংগ্রহ করছিলেন স্থানীয় লোকজন। পরে এতে বিস্ফোরণের কারণে বড় ধরনের অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে ঘটনাস্থলেই ৯৪ জনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত দুর্ঘটনাস্থলে ভিড় করে এবং সড়ক ও নালায় ছড়িয়ে পড়া জ্বালানি সংগ্রহ করতে থাকে। পুলিশ সদস্যরা তাদের থামানোর চেষ্টা করেছেন। তবে তারা ‘সংখ্যায় অনেক বেশি’ ছিল বলে আদামু জানিয়েছেন।

এদিকে নাইজেরিয়ার মেডিক্যাল অ্যাসোসিয়েশন আহতদের সেবা প্রদানে সহায়তার জন্য চিকিৎসকদের নিকটস্থ হাসপাতালের জরুরি বিভাগে পৌঁছনোর জন্য আহ্বান জানিয়েছে। এর আগে গত মাসে উত্তর-মধ্য নাইজার রাজ্যে একটি জ্বালানি ট্যাঙ্কারের সঙ্গে অপর একটি ট্রাকের সংঘর্ষের পর বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ৪৮ জন নিহত হয়।

Exit mobile version