স্পোর্টস ডেস্ক : বিরাট কোহলিকে ওয়ানডে অধিনায়কত্ব ছাড়তে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। কিন্তু কোহলি বোর্ডের কথায় কান না দেয়ায় তার কাছ থেকে নেতৃত্ব কেড়ে নেয় বিসিসিআই। নতুন ওয়ানডে অধিনায়ক ঘোষণা করে রোহিত শর্মাকে। এ খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই)।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই এই ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কোহলি। চলে গেল ওয়ানডে ক্যাপ্টেন্সিও। বাকি রইল শুধু টেস্ট। কানাঘুষা চলছে টি-টোয়েন্টি ও ওয়ানডের পর রোহিত শর্মার কাছে টেস্ট ফরম্যাটের অধিনায়কত্বও হারাতে পারেন কোহলি।

কোহলি কেন অধিনায়কত্ব হারিয়েছেন এর কয়েকটি সম্ভাব্য কারণ তুলে ধরেছে পিটিআই। প্রথম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে ড্রেসিংরুমের আস্থা হারানোর বিষয়টিকে।

কোহলি নাকি আগের মতো সতীর্থদের সমর্থন পাচ্ছেন না। পিটিআই বলেছে, কোহলি সতীর্থদের সমস্যাগুলোতে মনোযোগী নন। তিনি খেলোয়াড়দের সঙ্গে মিশতে পারছেন না। নাম প্রকাশ না করার শর্তে ভারতীয় দলের এক ক্রিকেটার বলেন, ‘কোহলি যদিও বাইরে খুব বন্ধুত্বপূর্ণ আচরণ দেখান, খোলামেলা যোগাযোগের কথা বলেন। কিন্তু ড্রেসিংরুমে তিনি তেমনটা নন।’

নেতৃত্ব নিয়ে ভারত দলকে বড় কোনো ট্রফি জেতাতে পারেননি কোহলি। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে তো গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ে তার দল। ২০১২ সালের পর আইসিসির কোনো টুর্নামেন্টে সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয় ভারত। এসব ব্যর্থতার সঙ্গে ড্রেসিংরুম বির্তক বিসিসিআইকে কোহলির ব্যাপারে ভাবতে বাধ্য করে। পিটিআই মনে করে, ঘরের মাঠে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আগে দল গোছাতেই রোহিতকে অধিনায়ক করেছে ভারতীয় বোর্ড। ডানহাতি এই ওপেনার আইপিএলের সবচেয়ে সফল অধিনায়ক। রোহিত মুম্বই ইন্ডিয়ান্সকে ট্রফি জিতিয়েছেন পাঁচবার। অন্যদিকে কোহলি একবারও ট্রফির ছোঁয়া পাননি।