বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের নাম জড়িয়েছিল ২০০ কোটি রুপি পাচার মামলায় গ্রেপ্তার সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে। বলা হয় সুকেশের থেকে দামি দামি উপহার নিয়েছেন জ্যাকুলিন। এজন্য কয়েকবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) জেরার মুখে পড়তে তিনি। তবে জেলে যাওয়ার পর থেকে সুকেশের সঙ্গে সম্পর্কের বিষয়টি এড়িয়ে যান জ্যাকুলিন। তবে জেল থেকে জ্যাকুলিনকে প্রেম নিবেদন করছেন সুকেশ। পাথিয়েছেন দামি উপহারও।
বলিউড হাঙ্গামা থেকে জানা যায়, বড়দিনে জ্যাকুলিন ফার্নান্দেজকে উপহার দিয়েছেন তিনি। ১০৭ বছরের পুরোনো আঙুর বাগান উপহার দিলেন সুকেশ। সঙ্গে দিলেন একটি লম্বা প্রেমপত্র। চিঠির সঙ্গে ফ্রান্সের একটি আঙুর বাগানের দলিল দিলেন তিনি। চিঠিতে সুকেশ লিখলেন, উৎসবে তোমার থেকে দূরে থাকতেই বড় বিরক্তি। যতই তোমার থেকে দূরে থাকি, তোমার সান্তা হতে কে আটকায় আমাকে।
এর আগেও কয়েকবার জ্যাকুলিনকে চিঠি লিখেছেন সুকেশ। আরেক চিঠিতে সুকেশ লিখেছিলেন, জ্যাকুলিন আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি।
এবারই প্রথম নয়, এর আগেও কয়েকবার জ্যাকুলিনকে চিঠি লিখেছেন সুকেশ। আরেক চিঠিতে সুকেশ লিখেছিলেন, জ্যাকুলিন আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি। ভ্যালেন্টাইনস সপ্তাহের প্রথম দিন থেকে শুরু করে প্রতি সেকেন্ডে শুধু তোমার কথাই মনে পড়ে। তবে তুমি চিন্তা করো না। যে গোল্ড ডিগাররা আমাদের সম্পর্কে ফাটল ধরিয়েছে তাদের আমি ছাড়ব না।
উল্লেখ্য, কয়েক মাস আগে জ্যাকলিনের উদ্দেশ্যে অরিজিত্ সিংয়ের গান দিয়ে প্রেমের ইস্তেহার করেছিলেন সুকেশ। আর্থিক তছরুপি কাণ্ডে জেল হওয়ার পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে কনম্য়ান সুকেশ এবং জ্যাকুলিন । তবে তার সঙ্গে কি আদৌ সম্পর্ক ছিলেন নায়িকা? সেই উত্তর কিন্তু এখনও পাওয়া যায়নি। এই কাণ্ডের পর থেকে জ্যাকুলিন সুকেশের সঙ্গে সব যোগাযোগ বন্ধ করে দেন। কিন্তু সুকেশ এখনও নায়িকার প্রেমে পাগল।