অনলাইন ডেস্ক : জুলাই মাস থেকে চীন করোনার টিকা দেওয়ার কাজ শুরু করে দিয়েছে।
গোটা বিশ্ব যখন করোনা ভাইরাসের টিকার অপেক্ষায় দিন গুনছে, তখন জুলাই মাস থেকে চীন করোনার টিকা দেওয়ার কাজ শুরু করে দিয়েছে।
চীনের ন্যাশনাল হেলথ কমিশনের সায়েন্স অ্যান্ড টেকনোলজি সেন্টারের প্রধান ঝেং ঝংউই গত রবিবার চীনের সংবাদমাধ্যম সিসিটিভিকে জানিয়েছে, স্বাস্থ্যকর্মীসহ জরুরি ভিত্তিতে কর্মরত অনেককেই এই টিকা দেওয়া হচ্ছে।
স্ট্যান্ডার্ডের খবরে বলা হয়, চিকিৎসা কাজে নিয়োজিত উচ্চ সংক্রমণের ঝুঁকিতে থাকা গোষ্ঠীগুলোকে ‘এমার্জেন্সি ইউজ’ প্রোগ্রামের আওতায় ভ্যাকসিন দেওয়া হয়েছে।
কলকাতা২৪ এর খবরে বলা হয়, চীনের টিকার ট্রায়াল চলবে পাকিস্তানে। পাকিস্তানের ন্যাশনাল ইন্সটিটিউট অব হেলথের পক্ষে একটি বিবৃতিতে জানানো হয়েছে, ইতোমধ্যে ড্রাগ রেগুলেটরি অথরিটি অব পাকিস্তান সেই ট্রায়ালের অনুমোদন মিলেছে।