Home কানাডা খবর জাস্টিন ট্রুডোর পদত্যাগ, শপথ নিচ্ছেন কার্নি

জাস্টিন ট্রুডোর পদত্যাগ, শপথ নিচ্ছেন কার্নি

অনলাইন ডেস্ক : কানাডার প্রধানমন্ত্রীর পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন জাস্টিন ট্রুডো। কানাডিয়ান সংবাদমাধ্যম সিবিসি’র প্রতিবেদনে বলা হয়েছে শুক্রবার (১৪ মার্চ) স্থানীয় সময় সকাল ১০টায় গভর্নর জেনারেল ম্যারি সাইমনের সঙ্গে দেখা করে ট্রুডো প্রদত্যাগ পত্র জমা দেন। খবর বিবিসি

এদিকে কানাডার নতুন প্রধানমন্ত্রী হিসেবে আর কিছুক্ষণ পরই শপথ গ্রহণ করবেন মার্ক কার্নি।

জাস্টিন ট্রুডো ১০ বছর ধরে কানাডার নেতৃত্বে ছিলেন। ২০১৫ সালে তিনি লিবারাল দলের হয়ে ক্ষমতায় আসেন। দীর্ঘ ১০ বছর কানাডার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময় তিনি একাধিকবার কঠিন সময় পার করেছেন। বিশেষ করে করোনা মহামারি এবং ট্রাম্প প্রথম প্রেসিডেন্ট থাকাকালীন সময়ে তার সঙ্গে সম্পর্ক স্থাপনসহ এবার নতুন করে কানাডার বিরুদ্ধে ট্রাম্পের শুল্ক আরোপ নীতি তাকে সামাল দিতে হয়েছে।

ট্রুডো কানাডায় ফেডারেল পর্যায়ে গাঁজা বৈধ করেছেন এবং নিম্ন আয়ের মানুষের জন্য বিশেষ কিছু কর্মসূচি বাস্তবায়ন করে তিনি অত্যন্ত প্রশংসিত হয়েছিলেন। যার মধ্যে রয়েছে- প্রতিদিন ১০ ডলারের বিনিময়ে চাইল্ডকেয়ার সেবা এবং জাতীয় ডেন্টাল কেয়ার কর্মসূচি।

ট্রুডো তার শেষ কর্ম দিবসে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে বিদায় জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি এমন একটি দেশের সেবা করতে পেরে গর্বিত যেখানে মানুষ ভালো কাজে সমর্থন দিয়েছে। প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলায় একে অপরের পাশে দাঁড়িয়েছে।’

তিনি আরও বলেন, আজই এই অফিসে আমার শেষ দিন। কিন্তু আমি সব সময় সাহসী এবং নির্ভীক একজন কানাডিয়ান। আমার একটি মাত্র অনুরোধ, বিশ্ব আমাদের ওপর যাই চাপিয়ে দিক না কেন, আমরা সব সময় এক সঙ্গে থেকে তা মোকাবিলা করব।’

এর আগে তিনি এক পোস্টে কানাডিয়ানদের প্রতি ধন্যবাদ জানিয়ে বলেন, ‘সেরা দেশ এবং সেরা মানুষের সেবা করার সুযোগ পেয়ে আমি আনন্দিত’।

Exit mobile version