অনলাইন ডেস্ক : জার্মানির ম্যাগডেবার্গ শহরের ক্রিসমাস মার্কেটে ভিড়ের মধ্যে হঠাৎ একটি প্রাইভেট কার ঢুকে পড়ে। এসময় গাড়িটি প্রায় ৭০ জন মানুষকে চাপা দেয়। এতে এক শিশুসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬৮ জন।
শনিবার (২১ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।
সিএনএনের খবরে বলা হয়েছে, ম্যাগডিবার্গের আঞ্চলিক প্রধানমন্ত্রী রেইনার হ্যাসেলফ জানিয়েছেন, ক্রিসমাস মার্কেটে ভিড়ের মধ্যে ঢুকে পড়া একটি প্রাইভেটকারের চাপায় শিশুসহ একজন প্রাপ্তবয়স্ক মারা গেছেন। সেই সঙ্গে এ ঘটনায় কমপক্ষে ১৫ জন গুরুতর আহত হওয়া ছাড়াও ৬৮ জন আহত হয়েছেন। হতাহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংবাদমাধ্যম দুটি জানায়, ম্যাগডিবার্গ হলো স্যাক্সনি-আনহাল্টের রাজধানী। এটি জার্মানির রাজধানী বার্লিন থেকে প্রায় ১০০ মাইল পশ্চিমে অবস্থিত।
এদিকে গাড়িচাপা দেয়ার ঘটনায় জড়িত ব্যক্তিকে গ্রেফতার করেছে জার্মানির পুলিশ। আনুমানিক ৫০ বছর বয়সী ওই ব্যক্তি একজন চিকিৎসক। ২০০৬ সাল থেকে সৌদি আরবের ওই নাগরিক বৈধতা নিয়ে জার্মানিতে বসবাস করছেন বলে জানিয়েছেন স্যাক্সনি-আনহাল্টের আঞ্চলিক স্বরাষ্ট্রমন্ত্রী তামারা জিসচাং।
স্যাক্সনির প্রধানমন্ত্রী রেইনার হ্যাসেলফ বলেছেন, ভিডিও ফুটেজে দেখা গেছে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছিল।
একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, মার্কেটে অনেক মানুষের ভিড় ছিল। হঠাৎ করে একটি গাড়ি ভেতরে ঢুকে অনেক মানুষকে চাপা দেয়। এ দুর্ঘটনার পর সেখানে অনেক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।
বিবিসির বার্লিন সংবাদদাতা জেসিকা পার্কার বলেছেন, অনেক জার্মানদের জন্য এটি কিছু বেদনাদায়ক স্মৃতির জন্ম দেবে।
সূত্র: বিবিসি ও সিএনএন