Home আন্তর্জাতিক জার্মানিতে ভিড়ের মাঝে উঠে গেল গাড়ি, আহত ২০

জার্মানিতে ভিড়ের মাঝে উঠে গেল গাড়ি, আহত ২০

অনলাইন ডেস্ক : জার্মানির মিউনিখ শহরে জনতার ভিড়ের মাঝে গাড়ি উঠে যাওয়ার এক ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। এই ঘটনায় গাড়ির চালককে আটক করেছে দেশটির পুলিশ। তবে জনতার ভিড়ে গাড়ি উঠে যাওয়ার এই ঘটনা সন্ত্রাসী হামলা কি না, তাৎক্ষণিকভাবে সেই বিষয়ে কিছু জানায়নি পুলিশ।

জার্মানির দক্ষিণাঞ্চলীয় ওই শহরে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও ইউক্রেনের প্রেডিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপস্থিতিতে শীর্ষ নিরাপত্তা সম্মেলনের আগে এই ঘটনা ঘটেছে।

দেশটির সংবাদপত্র দ্য বিল্ড বলেছে, মিনি কুপারের চালক ইচ্ছাকৃতভাবে নাকি ব্রেক এবং অ্যাক্সিলারেটরে ভুলের কারণে ভিড়ের মধ্যে গাড়িটি চালিয়ে দিয়েছেন, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জার্মানির পুলিশ বলেছে, তারা গাড়িটির চালককে আটক করেছে। চালকের পক্ষ থেকে বর্তমানে কোনও নিরাপত্তা হুমকি নেই। তবে এটি দুর্ঘটনা কি না, সেই বিষয়ে কোনও মন্তব্য করেনি পুলিশ।

মিউনিখ পুলিশের একজন মুখপাত্র বলেছেন, জনতার ওপর গাড়ি উঠে যাওয়ার ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর এবং আশঙ্কাজনক।

আগামীকাল (শুক্রবার) থেকে মিউনিখ নিরাপত্তা সম্মেলন শুরু হবে। বৃহস্পতিবার আরও পরের দিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিসহ অন্যান্য দেশের জ্যেষ্ঠ কর্মকর্তাদের পৌঁছানোর কথা রয়েছে।

জনতার ওপর গাড়ি উঠে যাওয়ার এই ঘটনার পর মিউনিখের কেন্দ্রীয় ট্রেন স্টেশনের কাছে বৃহৎ পরিসরে অভিযান শুরু করেছে।

জার্মানের স্থানীয় সংবাদমাধ্যম বিআরের একজন প্রতিনিধি বলেছেন, ‘‘এক ব্যক্তিকে সড়কে পড়ে থাকতে দেখা গেছে। পরে পুলিশ তাকে নিয়ে গেছে। আতঙ্কিত লোকজন সড়কে বসে কাঁদছেন।’’

স্থানীয় গণমাধ্যম বলছে, বৃহস্পতিবার মিউনিখের পরিবহন খাতের শ্রমিকদের ইউনিয়ন ফার্দির সঙ্গে সংশ্লিষ্ট সমাবেশস্থলের ভিড়ের মাঝে গাড়ি উঠে যাওয়ার এই ঘটনা ঘটেছে।

সূত্র: রয়টার্স।

Exit mobile version