অনলাইন ডেস্ক : জার্মানিতে নিয়ে যাওয়া হচ্ছে রাশিয়ার পুতিনবিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনিকে।
মুমূর্ষু অবস্থায় থাকা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক ও বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনিকে চিকিৎসার জন্য সাইবেরিয়া থেকে জার্মানিতে নিয়ে যাওয়া হচ্ছে। স্থানীয় সময় শনিবার সকালে ওমস্ক বিমানবন্দর থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স নাভালনিকে নিয়ে জার্মানির উদ্দেশে রওনা হয়।

এ নিয়ে নাভালনির মুখপাত্র কিরা ইয়ারমিশ বলেন, অ্যালেক্সেই ‘র উড়োজাহাজ বার্লিনের উদ্দেশে ছেড়ে গেছে । সবাইকে অসংখ্য ধন্যবাদ সমর্থন করার জন্য। অ্যালেক্সাইর জীবন এবং স্বাস্থ্য নিয়ে সংগ্রামের এটা মাত্র শুরু।

গত বৃহস্পতিবার ভ্রমণের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অ্যালেক্সেই । সে কারণে বিমানের জরুরি অবতরণ করে নাভালনিকে হাসপাতালে ভর্তি করা হয়। তখন এক টুইট বার্তায় নাভালনির এক মুখপাত্র জানান, তাকে হয়তো বিষপ্রয়োগ করা হয়েছে। তার সমর্থকদের দাবি তার চায়ের মধ্যে বিষ মেশানো হয়েছে।