অনলাইন ডেস্ক : জাপানের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কিউশুতে ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির ভূতাত্ত্বিক সংস্থা সোমবার (১৩ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স
ভূমিকম্পের প্রভাবে দেশটির দক্ষিণাঞ্চলে মিয়াজাকি এবং কোটিতে ১ মিটার উচ্চতার সুনামি সতর্কতা জারি কার হয়েছে। তবে ভূমিকম্পের ফলে ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি।
জাপানের রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম এনএইচকের প্রতিবেদনে বলা হয়েছে, মিয়াজাকি শহরে ইতোমধ্যে ২০ সেন্টিমিটার উচ্চতার ঢেউয়ের রেকর্ড করা হয়েছে। প্রাদেশিক এই রাজধানী শহরে প্রায় ৪ লাখ মানুষের বসবাস রয়েছে।
এনএইচকে বলেছে, ভূমিকম্পের পর পশ্চিম জাপানের ইকাতা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কিংবা কাগোশিমা প্রিফেকচারের সেনদাই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কোনো ধরনের অস্বাভাবিক পরিস্থিতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্প যে অঞ্চলে আঘাত হেনেছে তার কাছাকাছি এলাকায় দু’টি বিদ্যুৎকেন্দ্র চালু রয়েছে।
এই ভূমিকম্পটি নানকাই ট্রফের সঙ্গে সংশ্লিষ্ট কি না তা জানতে তদন্ত শুরু করেছে জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ)। গত আগস্টে নানকাই ট্রফ নামে পরিচিত প্রশান্ত মহাসাগরীয় উপকূল বরাবর অঞ্চলে প্রবল মাত্রার এক ভূমিকম্প আঘাত হানে। এই ভূমিকম্পের পর স্বাভাবিকের চেয়ে বেশি ঝুঁকির বিষয়ে প্রথমবারের মতো সতর্কতা জারি করেছিল জাপান।