Home আন্তর্জাতিক জাপানে ছুরিকাঘাত-বন্দুক হামলায় দুই পুলিশ কর্মকর্তাসহ নিহত ৩

জাপানে ছুরিকাঘাত-বন্দুক হামলায় দুই পুলিশ কর্মকর্তাসহ নিহত ৩

অনলাইন ডেস্ক : জাপানের মধ্যাঞ্চলীয় নাকানোতে ছুরি ও বন্দুক হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার নাকানোর প্রত্যন্ত অঞ্চলে বন্দুকধারীর হামলায় হতাহতের এ ঘটনা ঘটে।

সিএনএনের খবরে বলা হয়েছে, নাকানোর প্রত্যন্ত এক অঞ্চলে গুলি ও ছুরি হামলার ঘটনা ঘটেছে। এতে দুই পুলিশ কর্মকর্তাসহ তিনজন নিহত হয়েছেন। হামলাকারী ব্যক্তি একটি ভবনের ভেতরে লুকিয়েছেন।

হামলা নিয়ে তাৎক্ষণিক বিস্তারিত তথ্য জানা যায়নি। তবে জানা গেছে, মুখোশ পরিহিত এক ব্যক্তির ছুরিকাঘাতে একজন নারী নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর রাইফেল থেকে গুলি চালান হামলাকারী।
দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল এনএইচকে জানিয়েছে, দুই পুলিশ কর্মকর্তা নিহত ও একজন আহত হয়েছেন। তবে তারা গুলিতে নাকি ছুরিকাঘাতে হতাহত হয়েছেন তাৎক্ষণিকভাবে সে বিষয়ে কিছু জানা যায়নি।

এনএইচকের খবর অনুসারে, সন্দেহভাজন ব্যক্তি আগাগোড়া একটি ছদ্মবেশী টুপি, সানগ্লাস এবং মুখোশ পরেছেন।

অস্ত্র নিয়ন্ত্রণ আইন অত্যন্ত কঠিন হওয়ায় জাপানে বন্দুক হামলার মতো ঘটনা একেবারে বিরল। দেশটিতে কেউ অস্ত্র কিনতে চাইলে, তাকে কঠোর প্রক্রিয়ার মধ্য দিয়ে লাইসেন্স পেতে হয়।

Exit mobile version