অনলাইন ডেস্ক : তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকায় গত কয়েক দিন থেকে বিপর্যস্ত দিন পার করছে এশিয়া, ইউরোপের বিভিন্ন দেশ এবং যুক্তরাষ্ট্রের মানুষ। এসব অঞ্চলে তাপমাত্রা ভয়াবহ মাত্রায় পৌঁছাতে পারে বলে আভাস দেওয়া হয়েছে। এদিকে জাপানে ৪৭টি প্রদেশের ২০টিতে ‘হিট স্ট্রোক’ সতর্কতা জারি করা হয়েছে। খবর দ্য জাপান টাইমসের

প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল রোববার দেশটির রাজধানী টোকিওসহ আরও কিছু এলাকায় প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস (১০৪ ডিগ্রি ফারেনহাইট) তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ ধরনের তাপমাত্রা জীবনের জন্য হুমকি।

গতকাল জাপানের কিছু কিছু জায়গায় চার দশকের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিন ফুকুশিমার হিরোনো শহরে তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগ বলছে, দক্ষিণাঞ্চল ও পশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলোতে দাবদাহের তীব্রতা বাড়তে পারে।

এদিকে ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলের অনেক জায়গায় দাবানল দেখা দিয়েছে। এসব এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

অন্যদিকে ইউরোপের দক্ষিণাঞ্চলে তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকায় ইতালির ১৬ শহরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

সতর্কবার্তায় বলা হয়েছে, অতিরিক্ত তাপপ্রবাহের কারণে সুস্থ লোকজনও অসুস্থ হতে পারেন। এজন্য আগামী কয়েকদিনের জন্য ইতালির রাজধানী রোম, ফ্লোরেন্স এবং বোলোগনাসহ পর্যটন হটস্পটগুলোতে এ সতর্কতা জারি করা হয়েছে।