Home আন্তর্জাতিক জাতিসংঘে রাশিয়ার পক্ষে অবস্থান নিলো যুক্তরাষ্ট্র

জাতিসংঘে রাশিয়ার পক্ষে অবস্থান নিলো যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক : রাশিয়ার ইউক্রেন আক্রমণের তৃতীয় বার্ষিক উপলক্ষে জাতিসংঘে পরপর দুটি ভোটে রাশিয়ার পক্ষে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ৩ বছর সম্পন্ন হওয়ায় সোমবার (২৪ ফেব্রুয়ারি) জাতিসংঘে ইউরোপ সমর্থিত একটি প্রস্তাব গৃহিত হয়েছে। সেই প্রস্তাবে দাবি করা হয়, ইউক্রেনের ভূখণ্ড থেকে যেন সেনা প্রত্যাহার করে নেয় রাশিয়া।

এদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সমাপ্তির প্রসঙ্গ টেনে জাতিসংঘে আরও একটি প্রস্তাব পেশ করে যুক্তরাষ্ট্র। তবে রাশিয়ার আগ্রাসন স্পষ্টভাবে সেরখানে উল্লেখ করেনি দেশটি।

অন্যদিকে মার্কিন প্রস্তাবের পাশে থাকতে ইউক্রেনকে তার প্রস্তাব তুলে নেওয়ার আহ্বান জানান জাতিসংঘে নিযুক্ত মার্কিন প্রতিনিধি। জাতিসংঘে এ ভোটাভুটিতে ইউক্রেনের পক্ষে সমর্থন ছিল বেশ কম। যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার পক্ষের হয়ে আরো ভোট দেয় ইসরাইল, উত্তর কোরিয়া, সুদান, বেলারুশ, হাঙ্গেরিসহ আরো ১১টি দেশ।

Exit mobile version