বিনোদন ডেস্ক : অস্কারজয়ী হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) বিশেষ দূতের ভূমিকায় আর থাকছেন না। শুক্রবার তিনি এই পদ থেকে সরে আসার ঘোষণা দেন।
২০ বছরের বেশি সময় ধরে ইউএনএইচসিআরের শুভেচ্ছা দূতের দায়িত্ব পালন করছিলেন জোলি। খবর বিবিসির
৪৭ বছর বয়সী এই অভিনেত্রী এক বিবৃতিতে বলেন, ‘আমি শরণার্থী এবং বাস্তুচ্যুত মানুষের পাশে দাঁড়াতে আগামীতে সবরকম প্রচেষ্টা চালিয়ে যাব। এতদিন জাতিসংঘের সঙ্গে কাজ করার পর মনে হচ্ছে এখন আমার ভিন্নভাবে কাজ করার সময় এসেছে।’
তিনি আরও বলেন, শরণার্থী ও স্থানীয় সংস্থাগুলোর সঙ্গে সরাসরি যুক্ত হয়ে কাজ করার, তাদের সমস্যার সমাধানে সহায়তার সময় এসেছে।
তবে জোলি কোন সংস্থাগুলির সাথে কাজ করার পরিকল্পনা করছেন সে সম্পর্কে বিস্তারিত বিবরণ দেননি।
ইউএনএইচসিআর জানিয়েছে, জোলি সবচেয়ে প্রভাবশালী শরণার্থী অধিকার আইনজীবীদের একজন।
একটি বিবৃতিতে, শরণার্থী সংস্থাটি জানিয়েছে , জোলি অক্লান্ত পরিশ্রম করেছেন। ৬০ টিরও বেশি ফিল্ড অ্যাসাইনমেন্টে কাজ করেছেন। তিনি শরণার্থীদের ভোগান্তির কথা শুনেছেন। তাদের আশার কথা শুনেছেন। স্বাভাবিক অবস্থায় ফেরার আকাঙ্ক্ষার কথা শুনেছেন।
অ্যাঞ্জেলিনা জোলি ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’ এবং ‘লারা ক্রফ্ট’ ‘টম্ব রাইডার’সহ একাধিক ব্লকবাস্টার ছবিতে অভিনয় করেছেন। ২০০১ সাল থেকে তিনি ইউএনএইচসিআরের সাথে কাজ করছেন। ২০১২ সালে তিনি এই সংস্থার বিশেষ দূত হন।