রুমা বসু
বাংলাদেশে সেই যে ছিল এক মহান বীর যোদ্ধা,
সারা বিশ্ব এখনও তাঁকে করে যে অপার শ্রদ্ধা।
যাঁর স্বাধীনতার ডাকে সাড়া দিলো আপামর জনগণ
তাঁর বজ্র কন্ঠে কেঁপে উঠেছিল পাকিদের গগন।
যাঁর নাম ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
তাঁর ভালোবাসা এ’দেশের জন্য ছিল এক আসমান।
যাঁর অবদান সবচেয়ে বেশি বাংলাদেশ সৃষ্টিতে
সে হলো জাতির জনক বঙ্গবন্ধু জনগনের দৃষ্টিতে।
যাঁর কল্যাণে বাংলাদেশ বিশ্ব মানচিত্রে ঠাঁই পেল
তাঁকেই নেমক হারাম কিছু পাষণ্ড খুন করে গেল।
জাতীর জনকে হত্যার সেই ভয়াল ১৫ই আগস্টে
ঘরে ঘরে বাঙালি ভেঙ্গে পড়ে একেবারে পিতৃহারা কষ্টে।
পঁচাত্তরের ১৫ই আগস্টের সেই ভয়াল রাতের স্মরণে
আজও শোকের ছায়া নেমে আসে বাংলার গগনে।
বাঙালি জাতির আকাশের সেই উজ্জ্বল রবি
নির্বোধ কিছু ক্ষমতালোভী বানিয়ে দিল ছবি।
একটা সময় ক্ষমতালোভী কিছু অসৎ লোকে
মুছে দিতে চেয়েছিল বঙ্গবন্ধুকে বাঙালির ঘর থেকে।
ইতিহাসে তখন ছিল না কোথাও বঙ্গবন্ধুর নাম,
নিশ্চিহ্ন করতে চেয়েছিল মুক্তিযুদ্ধকে ফেলে যত ঘাম।
রাজাকার আর আলবদদের করে নিজেদের সাথী
মুছে দিয়েছিল বাংলার গৌরব, পাতকেরা রাতারাতি।
খুন করেছিল সপরিবারে জাতির জনকে
মুছতে পারেনি বাঙালির মন থেকে বঙ্গবন্ধুকে।
যুগ শ্রেষ্ঠ বাঙালি সন্তান শেখ মুজিবুর রহমান
বাঙালি হৃদয়ে চিরকাল অমলিন থাকবে তাঁর অবদান।
অটোয়া, কানাডা