Home রকমারি জন্মদিনে কুকুরকে ২১ লাখ টাকার বাড়ি উপহার

জন্মদিনে কুকুরকে ২১ লাখ টাকার বাড়ি উপহার

অনলাইন ডেস্ক : জন্মদিন সবসময়ই বিশেষ। আর সেটা প্রিয়জনের হলে তো কথাই নেই। তবে এ আয়োজন পোষা কুকুর-বিড়ালের জন্যও হতে পারে, সেটাই এবার প্রমাণ করে দিয়েছেন মার্কিন কুকুরপ্রেমী ব্রেন্ট রিভেরার।

তার পোষা কুকুর চার্লির জন্মদিন উপলক্ষ্যে ২১ লাখ টাকার বাড়ি বানিয়েছেন এই যুবক।

সম্প্রতি ইউটিউবে চার্লির জন্মদিনের নিমন্ত্রণ জানিয়ে সেই বাড়িটি দেখিয়েছেন রিভেরা। একটি বাড়িতে শোয়ার ও বসার ঘর থেকে শুরু করে যা যা থাকে, তার সবই আছে ওই বাড়িতে।

Exit mobile version