বাহারুল হক
আজ আমার নাকি জন্মদিন।
জন্মদিন? কিসের জন্মদিন?
আমি কী জন্মেছি? না, আমি জন্মিনি।
অশেষ রুপ আর গুণের যৌথ বিস্ফোরণে
জন্মেছিলেন ফারাও রাজ মহিষী মহারানী ক্লিওপেট্রা।
জন্মেছিলেন সক্রেটিস;
জন্মেছিলেন সক্রেটিসের শিষ্য প্ল্যাটো;
জন্মেছিলেন প্ল্যাটোর শিষ্য এরিস্ট্যাটল;
জন্মেছিলেন অরিস্ট্যাটলের শিষ্য মহাবীর আলেকজান্ডার-
যার চোখের নীলাভ আকাশ ভরে থাকতো মহাকাশের
প্রদীপ্ত সব তারায়, হুংকারে কেঁপে উঠতো পর্বতমালা,
পদভারে দোল খেত নগ্ন মেদিনী।
নাঙ্গা তলোয়ার হাতে লৌহ বর্মধারী শির উঁচা
এই আলেকজান্ডার ছিলেন উততুঙ্গ এক যুদ্ধ শিল্পী।
তিনি জন্মেছিলেন।
জন্মেছিলেন বাদশাহ শাহজাহান,
ঐশ্বর্যময় অমর এক প্রেমের জগৎ বিখ্যাত মহাকাব্য
তাজমহল-এর রচয়িতা।
জন্মেছিলেন বিশ্বকবি রবি ঠাকুর।
গীতাঞ্জলির পরতে পরতে যার সদর্প বিচরন আজো দৃশ্যমান;
জোড়াসাকোর জমিদার বাড়িতে কান পাতলে আজো যার পদ-
ধ্বনি শোনা যায়; শ্বেত মানুষদের বড় পুরস্কার নোবেল যিনি
প্রথম হাতে নিয়ে গর্বিত করেছেন বাঙালিকে।
কাবুলের কাবুলিওয়ালাকে বানিয়েছেন বাঙালির কাবুলিওয়ালা।
জন্মেছিলেন চির বিদ্রোহী ঝাঁকড়া চুলের কবি নজরুল,
যিনি ছিলেন একসাথে ‘সৃষ্টি ও ধ্বংস, লোকালয় আর শ্মশান’,
যিনি ‘শত্রুর সাথে গলাগলি’ যেমন করতেন তেমনই
‘মৃত্যুর সাথে ধরতেন পাঞ্জা’।
তিনি ‘জাহান্নামের আগুনে বসে হাসতেন পুস্পের হাসি’।
তিনি ছিলেন ‘অজর- অমর- অক্ষয়- অব্যয়’,
ছিলেন ‘মানব-দানব আর দেবতার ভয়’;
‘বিশ্বের চির-দুর্জয়’। তিনি জন্মেছিলেন।
জন্মেছিলেন কবি শামছুর রাহমান,
যিনি শব্দে শব্দে কাগজের বুকে এঁকেছিলেন ‘স্বাধীনতা’ নামে
এক নয়নাভিরাম চিত্র।
জন্মেছিলেন লিওনার্দো দ্যা ভিঞ্চি
যার অমর সৃষ্টি ‘মোনা লিসা’, যা, এ যাবত কালে সব চেয়ে
বেশি আলোচিত, দর্শিত, লিখিত, গীত এক চিত্র কর্ম।
জন্মেছিলেন ওস্তাদ বিসমিল্লাহ খান,
যার সানাইয়ের বিদগ্ধ সুর মূর্চ্ছনায় মানুষ হতো বিমুগ্ধ পাগল পারা।
জন্মেছিলেন নিউটন, আইনেস্টাইন, শেকসপিয়র, কনফুসিয়াস,
হাফিজ, রুমী, ওমর খৈয়াম, আল বিরুনী, পিথাগোরাস।
জন্মেছিলেন মহত্প্রাণ ক্ষণজন্মা এক পুরুষ, টেরি ফক্স,
‘মেরাথন অব হোপ’- এর গর্বিত জনক।
জন্মেছিলেন তুরুস্কে কামাল আতাতুর্ক, ভিয়েতনামে হো চি মিন,
আমেরিকায় আব্রাহাম লিংকন, দ: আফ্রিকায় নেলসন ম্যান্ডেলা।
জন্মেছিলেন বিপ্লবী চে গুয়েভেরা, আন্দিস পর্বতের গায়ে আজো
ধ্বনিত-প্রতিধ্বনিত হয় যার নাম।
জন্মেছিলেন বাংলাদেশের মহান স্থপতি সর্বশ্রেষ্ঠ বাঙালি এক প্রাণ
শেখ মুজিবুর রহমান হয়ে বঙ্গবন্ধু যার নাম।
আমি কী জন্মেছি? না, আমি জন্মিনি;
আমার আবার কিসের জন্মদিন?