অনলাইন ডেস্ক : বাংলা গানের জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগম এখন টরন্টোতে অবস্থান করছেন। তিনি আগামী ৪ঠা আগস্ট, শুক্রবার বিকাল ৬টায় তানিশা এন্টারটেইনমেন্ট এবং সেনাই এন্টারটেইনমেন্ট এর আয়োজনে ১৯০ রেইল সাইড রোডের টরন্টো প্যাভিলিয়নে ‘মমতাজ নাইট’ এ সংগীত পরিবেশন করবেন।
গানের পাখি মমতাজ বেগমের উপস্থিতিতে গত ২৫শে জুলাই, মঙ্গলবার আয়োজক সংগঠনসমূহ টরন্টোর সাংবাদিক ও সাংস্কৃতিক মহলের উপস্থিতিতে এক সংবাদ সম্মেলনে আয়োজন করে এবং উপস্থিত সকলের সাথে মমতাজের পরিচয় করিয়ে দেয়। এ সময় আগামী ৪ঠা আগস্টের অনুষ্ঠানে আসার জন্য আয়োজকদের পক্ষ থেকে সবুজ চৌধুরী টরন্টোবাসীর প্রতি আহবান জানান।
উল্লেখ্য, বাংলাদেশের প্রন্তিক জনগোষ্ঠীর কাছে অসম্ভব জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগম ১৯৭৪ সালে বাংলাদেশের মানিকগঞ্জের সিঙ্গিয়ারের জন্মগ্রহণ করেন। বাবার কাছে তাঁর সংগীতের হাতেখড়ি। এছাড়া তিনি বাল্যকালে সংগীত শিক্ষা গ্রহণ করেন বাউল শিল্পী রাজ্জাক দেওয়ান ও আব্দুর রশিদ সরকারের কাছে। একেবারে বাল্যকালেই তিনি মারফতী, বৈঠকী ও মুর্শিদী গান গেয়ে সঙ্গীত পিপাসুদের নজর কাড়েন। এ পর্যন্ত তাঁর গানের প্রায় ৭০০টি এ্যালবাম বের হয়েছে। চলচ্চিত্রে গান গাওয়ার জন্য তিনি সেরা কণ্ঠশিল্পী হিসেবে তিন বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। তিনি ২০২১ সালে ভারতের তামিল নাড়ুর গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সসিটি থেকে অনারারী ডক্টরেট ডিগ্রীতে সম্মানিত হন।
শিল্পী মমতাজ বেগম জনকল্যাণের জন্য নিজ এলাকায় খুবই জনপ্রিয় একজন ব্যক্তি। তিনি বিভিন্ন ধরনের দাতব্য সংগঠনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। নিজ অর্থ ও উদ্যোগে নিজ এলাকায় তিনি ৫০ শয্যার একটি চক্ষু হাসপাতাল প্রতিষ্ঠা করেন। এই চক্ষু হাসপাতাল প্রতিষ্ঠা করার পেছনে মূল কারণ ছিল, এক সময় তাঁর পিতা মধু বয়াতি অর্থের অভাবে তাঁর চোখের ছানির অপারেশন করতে ব্যর্থ হন।
প্রন্তিক পর্যায়ে মমতাজ বেগমের জনপ্রিয়তা ও তাঁর সমাজসেবামূলক কাজের জন্য ২০০৯ সালে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার কর্তৃক জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে মানিকগঞ্জ – ২ থেকে সংসদ সদস্য হিসেবে মনোনীত হন। তারপর ২০১৪ সাল থেকে এ পর্যন্ত তিনি সেই আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য হিসেবে জনগণের জন্য কাজ করে যাচ্ছেন। মমতাজ বেগম তাঁর রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি পুরোদমে গান গেয়ে চলেছেন।
আয়োজকদের পক্ষ থেকে সবুজ চৌধুরী সবাইকে ‘মমতাজ নাইট’ উপভোগ করার জন্য আহবান জানান। ‘মমতাজ নাইট’ এর টিকিটের মূল্য ১০০, ৫০ এবং ২০ ডলার। টিকিট সংগ্রহ করা যেতে পারে, ড্যানফোর্থ এর ‘ঘরোয়া’ রেস্টুরেন্ট এবং ‘স্পাইস গ্রিল’ থেকে।