বিনোদন ডেস্ক : মাদককাণ্ডে ছেলে আরিয়ান খান গ্রেফতার হওয়ায় শাহরুখ পরিবারে সব উৎসব মাটি। আদালতে একাধিকবার আবেদন করার পরও জামিন হয়নি আরিয়ানের। এ নিয়ে দুঃশ্চিন্তার শেষ নেই খান পরিবারে।

নবরাত্রিতে ছেলের জন্য মানত করেছেন বলিউড সুপারস্টার শাহরুখ খানের স্ত্রী গৌরী খান। এছাড়া পুজা শুরু হওয়ার পর থেকে তিনি কোনো ধরনের খাবারই খাচ্ছেন না বলে খবর ভারতের সংবা্দ মাধ্যমের।

শাহরুখ পরিবারের একটি ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, শাহরুখ ও গৌরী খান দিনের বেশিরভাগ সময়েই ফোনে ব্যস্ত থাকেন। ছেলেকে মুক্ত করাতে বিভিন্ন আইনজীবীদের সঙ্গে কথা বলেন তারা।

আর বলিউডের তারকাদেকেও বিশেষকরে তার বাংলো মান্নাতে আসতে নিষেধ করেছেন শাহরুখ। তবে শুধুমাত্র সালমান খানকেই মাঝে মধ্যে শাহরুখের বাড়িতে দেখা যাচ্ছে। এছাড়া দিনের বেশির ভাগ সময় সালমনের সঙ্গে ফোনে কথা বলে আরিয়ানের বিষয়ে কথা বলেন শাহরুখ-গৌরী।

চলতি মাসের ২ তারিখে আটক করা হয় আরিয়ান খানকে। ঘটনার শুরুতে এটিকে অনেকেই অল্প দিনের ঝামেলা বলে মনে করলেও তা এখন দীর্ঘ আইনি লড়াইয়ের পর্যায়ে চলে গেছে।