অনলাইন ডেস্ক : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের বিশেষ উদ্যোগে গতকাল শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনেও ৮০ জন এইচএসসি পরীক্ষার্থী জামিন পেয়েছেন। এর মধ্যে ঢাকা বিভাগের ৫৫ জন, চট্টগ্রাম বিভাগের ১৬ জন, খুলনা বিভাগের ছয়জন এবং রংপুর বিভাগের তিনজন শিক্ষার্থী রয়েছে।
আইন মন্ত্রণালয় জানায়, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে চলমান সহিংসতা ও নাশকতামূলক ঘটনার পরিপ্রেক্ষিতে হওয়া মামলায় গ্রেপ্তার এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষার কথা বিবেচনা করে আইনমন্ত্রী তাদের জামিনের বিশেষ উদ্যোগ নেন। এ জন্য তিনি শিক্ষার্থীদের দ্রুত জামিন দেওয়ার ব্যাপারে উদ্যোগী হতে সারা দেশের প্রসিকিউশন টিমকে (রাষ্ট্রপক্ষের আইনজীবী) নির্দেশনা দেন।
এই নির্দেশনার পরিপ্রেক্ষিতে গতকাল ছুটির দিনেও ঢাকার সিএমএম আদালত থেকে ৩৭ জন এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে পাঁচজন পরীক্ষার্থী জামিন পেয়েছে।
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার ঘটনায় করা মামলায় কোনো নিরপরাধ ব্যক্তিকে যাতে কারাগারে যেতে না হয় সে বিষয়ে সরকার ব্যবস্থা নিয়েছে। তিনি এ বিষয়ে গত বৃহস্পতিবার বলেন, বিচার বিভাগ স্বাধীন, কিন্তু প্রসিকিউশন টিম আইন মন্ত্রণালয়ের অধীনে। তাই যারা সহিংসতায় সম্পৃক্ত নয়, যারা এইচএসসি পরীক্ষার্থী এবং যারা অপ্রাপ্তবয়স্ক, তাদের জামিনের ব্যাপারে উদ্যোগী হতে প্রসিকিউশনকে নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম জানান, কোটা সংস্কার আন্দোলনে সহিংসতাকে কেন্দ্র করে চট্টগ্রামে গ্রেপ্তার হওয়া ১৬ এইচএসসি পরীক্ষার্থী জামিন পেয়েছে। গতকাল চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী মো. শহিদুল ইসলামের আদালত তিনজনকে জামিন দেন। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অলি উল্লাহর আদালত আরো ১৩ জনকে জামিন মঞ্জুর করেন।
চট্টগ্রামের জেলা পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, সাম্প্রতিক আন্দোলনের সময় অন্য কোনো এইচএসসি পরীক্ষার্থী গ্রেপ্তার হয়ে থাকলে তাদের অভিভাবকরা যেন দ্রুত যোগাযোগ করেন।