অনলাইন ডেস্ক : সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৪ ছাত্রের চুল কেটে দেওয়ার প্রতিবাদে সহকারী প্রক্টর ফারহানা ইয়াসমিন বাতেনকে স্থায়ী অপসারণের দাবিতে আমরণ অনশনে বসেছে শিক্ষার্থীরা। বুধবার (২৯ সেপ্টেম্বর) সকাল থেকে বিক্ষোভকারী শিক্ষার্থীরা রবির একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে শাহজাদপুর বিসিক বাসস্ট্যান্ড এলাকার শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজের অস্থায়ী ক্যাম্পাসে এ অনশন পালন করে।
অনশনরত হাবিব আদনান নামের এক ছাত্র অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
সরেজমিন দেখা যায়, ছাত্রদের অনশন ভঙের জন্য অনুরোধ জানিয়ে সঙ্গীত বিভাগের চেয়ারম্যান রওশন আলম বক্তব্য রাখছেন। এ সময় তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রক্টোরিয়াল সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান।
অপরদিকে, ফারহানা ইয়াসমিন বাতেনকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী অব্যাহতি দাবি করে অনশন চালিয়ে যাবেন বলে জানায় আন্দোলনরত শিক্ষার্থীরা।
ফারহানা ইয়াসমিন ইতোমধ্যেই সাংস্কৃতিক ঐতিহ্য ও বালাদেশ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ও সহকারী প্রক্টরের পদ থেকে পদত্যাগ করেছেন বলে নিশ্চিত করেছেন বিশ্ব বিদ্যালয়ের সহকারী পরিচালক শিবলী আহম্মেদ। সাংস্কৃতিক ঐতিহ্য ও বালাদেশ অধ্যয়ন বিভাগ বাদ রেখে বিশ্ববিদ্যালয়ের পাঁচ বিভাগের চেয়ারম্যানকে নিয়ে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ভুক্তভোগী ছাত্ররা জানায়, গত রবিবার দুপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যায়ন বিভাগের প্রথম বর্ষের রাষ্ট্রবিজ্ঞান পরিচিতি বিষয়ের ফাইনাল পরীক্ষার হলে ঢোকার সময় ওই বিভাগের চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন বাতেন আগে থেকে কাঁচি হাতে পরীক্ষার হলের দরজার সামনে দাঁড়িয়ে থাকেন। শিক্ষার্থীরা হলে প্রবেশের সময় যাদের মাথার চুল হাতের মুঠোর মধ্যে ধরা যায়, তাদের মাথার সামনের অংশের বেশ খানিকটা চুল কেটে দেন। এভাবে একে একে ১৪জন শিক্ষার্থীর চুল কেটে দেন তিনি। এরপর পরীক্ষা হলে শিক্ষার্থীদের পরিবার তুলে গালিগালাজ করেন বলেও অভিযোগ পাওয়া গেছে।