অনলাইন ডেস্ক : কানাডার জাতীয় নির্বাচনে ভোট গ্রহণ হবে আগামীকাল সোমবার। এ নির্বাচনের ঠিক দুই দিন আগে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নিজের জনপ্রিয়তা কমে যাওয়ার কথা স্বীকার করেছেন। তাই নির্বাচনে জিততে প্রগতিশীল ভোটারদের সমর্থন চেয়েছেন তিনি। সূত্র : রয়টার্স।
এ নির্বাচনকে সামনে রেখে জনমত জরিপের ফলাফল আসতে শুরু করেছে। খবরে বলা হয়েছে, নির্বাচনে ট্রুডোর দল লিবারেল পার্টি অব কানাডা ও কনজারভেটিভ পার্টির নেতা এরিন ওটুলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। তবে জিততে প্রগতিশীল ভোটারদের পাশে চাইছেন ট্রুডো। কারণ নির্বাচন নিয়ে এরই মধ্যে ঝুঁকি তৈরি হয়েছে। আশঙ্কা করা হচ্ছে এ নির্বাচনে কমসংখ্যক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। আর ঐতিহাসিকভাবেই কম ভোটার উপস্থিতিতে সুবিধা পেয়ে থাকেন কনজারভেটিভরা। ফলে বেশ চ্যালেঞ্জে রয়েছেন ট্রুডো। ভোটের আগে গত শুক্রবার অন্টারিওর উইন্ডসরে একটি সভায় যোগ দেন ট্রুডো। সেখানে তিনি বলেন, করোনাকাল নির্বাচনের জন্য অনুকূল সময় নয়। তাকে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানাচ্ছেন তিনি। ট্রুডো বলেন, ‘আমি জানি, অনেকে হতাশায় ভুগছেন। তারা আসলে স্বাভাবিক জীবনে ফিরতে চাইছেন। কিন্তু এ নির্বাচনের মধ্য দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়া যাবে না।’ তিনি যখন উইন্ডসরে সভা করছিলেন, তখন এ সভাস্থলের বাইরে করোনাভাইরাসের টিকাবিরোধীরা সমাবেশ করছিলেন। ট্রুডো আরও বলেন, এখন সময় নিজের পছন্দের ব্যক্তিকে বেছে নেওয়ার। এখন সময় সিদ্ধান্ত নেওয়ার। এখন সময় ঘুরে দাঁড়ানোর। করোনাভাইরাসের মহামারীর ইতি টানতে, জলবায়ু পরিবর্তন ঠেকাতে এবং অর্থনৈতিক সমৃদ্ধি আনতে তার রাজনৈতিক দলই সবচেয়ে ভালো পছন্দ বলে মন্তব্য করেন তিনি। খবরে বলা হচ্ছে, গত ১৫ আগস্ট যখন নির্বাচনের ঘোষণা আসে, তখন ট্রুডোর দলের জনপ্রিয়তা ৩০ আর কনজারভেটিভদের ছিল ২০ শতাংশ। সেই পরিস্থিতি বদলে যাচ্ছে। ১৫ সেপ্টেম্বরের হিসাব অনুসারে ট্রুডোর দলের জনপ্রিয়তা এখন ৩২ আর কনজারভেটিভদের ৩১ শতাংশ।